আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট কৃষি বিশ্ববিদ্যলয়- ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ; শিক্ষাবর্ষ: ২০১১-১২

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৫ টি অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১ সেমিষ্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য মোবাইল ফোনে sms এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ১. অনুষদ সম্পর্কীয় বিবরণ: অনুষদের নাম/ডিগ্রীর নাম / কোর্সের মেয়াদ/শিক্ষার মাধ্যম/ভর্তির আসন সংখ্যা(অনুষদ-ওয়ারী): (ক) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স (ডি.ভি.এম)/ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স /ডি.ভি.এম /৫ বছর/ ইংরেজি/ ৮০জন । (খ )কৃষি / বি.এসসি এজি (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি/ ৬০ জন। (গ) মাৎস্যবিজ্ঞান/ বি.এসসি ফিসারিজ (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি /৬০ জন।

(ঘ) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা/ বি.এসসি এজি. ইকন. (অনার্স) /৪ বছর/ ইংরেজি/ ৫০জন। (ঙ) কৃষি প্রকৌশল ও কারিগরি/ বি.এসসি এজি. ইঞ্জি. (অনার্স)/ ৪ বছর/ ইংরেজি /৫০জন। সর্বমোট আসন: ৩০০ জন। সংরক্ষিত আসন ঃ ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ কৃষি অনুষদ মাৎস্যবিজ্ঞান অনুষদ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ মুক্তিযোদ্ধার সন্তান ৪ ৩ ৩ ৩ ৩ জন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি/অ-উপজাতি ১ ১ ১ ১ ১ জন।

অন্যান্য জেলার উপজাতি ১ ১ ১ ১ ১ জন। ২. ভর্তির জন্য আবেদনের ন্যুনতম যোগ্যতা: ২.১। বিজ্ঞান গ্রুপে ২০০৯ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় এবং ২০১১ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) অথবা সমমানের পরীক্ষায় উভয়ক্ষেত্রে ৪র্থ বিষয় বাদে মোট জিপিএ ৬.৫; তবে এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় প্রতিটিতেই ৪র্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে। উল্লেখিত যোগ্যতা (জিপিএ) সাপেক্ষে ২০০৮ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং ২০১০ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। ২.২।

মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা ও গনিত বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০ এবং ইংরেজিতে ২.০ পেতে হবে। ৩. ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ঃ ৩.১। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া কোন ফরম পূরণ না করে আগামী ১০ অক্টোবর ২০১১ হতে ৩০ নভেম্বর ২০১১ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোন ব্যবহার করে করা যাবে। ৩.২। আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে SylAU লিখে স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচএসসি/ সমমানের পরীক্ষার পাশের সাল লিখে স্পেস দিয়ে এস.এস.সি /সমমান পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এস.এস.সি/সমমান পরীক্ষার পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে ঝগঝ করতে হবে।

উদাহরণ: SylAUSYL1234562011 SYL1234562009। উদাহরণটি সিলেট বোর্ডের; এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি/ এস.এস.সি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০১০ সালে এইচএসসি পাশ করে থাকলে ২০১১ এর জায়গায় ২০১০ লিখতে হবে এবং ২০০৮ সালে এইচএসসি পাশ করে থাকলে ২০০৯ এর জায়গায় ২০০৮ লিখতে হবে । অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL) এর জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদ্রাসা(MAD), রাজশাহী (RAJ)লিখতে হবে। ৩.৩।

উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে SylAU, স্পেস দিয়ে YES,, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যে কোন একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : SylAUYES65432101XXXXXXXXX। এখানে ৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ নাম PIN টি বসাতে হবে।

আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) কেটে একটি এসএমএস এর মাধ্যমে সাথেসাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না। ৩.৪। ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে এবং ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। অন্যথায় কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না।

৩.৫। একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে এবং আবেদনের দ্বিতীয় ধাপে যোগাযোগের জন্য আবেদনকারীর যে কোন একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। ৩.৬। দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে। ৩.৭।

ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে মোবাইল নং- ০১৫৫২-৪২৪৭১২, ০১৭১১-৭০২০৯৫, ০১৭১৯-৩৪০৫৪১, ০১১৯৬-২৬৮৩৩৯, ০১৭১১-০৫৮১৭৫ হটলাইনে কিংবা ই-মেইলে admission@ sylhetagrivarsity.edu.bd-তে যোগাযোগ করা যাবে। ৪. ভর্তি পরীক্ষার পদ্ধতি ঃ ৪.১। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজী বিষয়গুলোর উপর বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের ১:০০ ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ও.এম.আর (OMR) উপযোগী ফরমে প্রশ্নোত্তর করতে হবে। ৪.২।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন: পদার্থ বিদ্যা - ২০ নম্বর উদ্ভিদ বিদ্যা - ১৫ নম্বর প্রাণী বিদ্যা - ১৫ নম্বর রসায়ন বিদ্যা - ২০ নম্বর গণিত - ২০ নম্বর ইংরেজি - ১০ নম্বর মোট = ১০০ নম্বর ৫. রেজিষ্টেশন, ভর্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের তারিখ ও সময়: (ক) SMS-এর মাধ্যমে রেজিষ্ট্রেশন- ১০ অক্টোবর ২০১১ হতে ৩০ নভেম্বর ২০১১(ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা) (খ) ভর্তি পরীক্ষা- ১০ ডিসেম্বর ২০১১ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত। (গ) ফল প্রকাশ- ১৩ ডিসেম্বর ২০১১ ৬. প্রার্থী বাচাই ও ভর্তি প্রক্রিয়া ঃ ৬.১। গ্রেডিং পদ্ধতিতে ৪র্থ বিষয় বাদে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ৮ গুণ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ নম্বর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। সর্বমোট নম্বর ১০০+১০০=২০০ তে মূল্যায়ন করা হবে। ৬.২।

(ক) ভর্তির সময় নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পাশের মূল গ্রেডসিট, প্রশাংসাপত্র এবং সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। (খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী অনুষদের পছন্দক্রম ভর্তির সময় দিতে হবে। (গ) অত্র বিশ্বদ্যিালয়ের মেডিক্যাল অফিসারের নিকট থেকে শারীরিক সুস্থতার সন্তোষজনক সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে। অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। (ঘ) আবাসিক হলে সিটের অপ্রতুলতাহেতু ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের হলে সিট বরাদ্দের কোন নিশ্চয়তা নেই বিধায় নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে।

(ঙ) মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতি/অ-উপজাতীয় প্রার্থীদের সংরক্ষিত আসনে ভর্তির জন্য উক্ত কোটাগুলির মধ্যে যেটি যার ক্ষেত্রে প্রযোজ্য তা ভর্তি পরীক্ষার সময় ও.এম.আর সীটে নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে এবং তার সপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যূকৃত সার্টিফিকেট/ সত্যায়িত ফটোকপি দেখাতে হবে। (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত যে কোন শর্ত/ নিয়ম সংশোধন, সংযোজন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। ৬.৩। ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং http://www.sylhetagrivarsity.edu.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। ৬.৪।

প্রার্থী কোনরূপ ভুল বা অসংগতিপূর্ণ তথ্য প্রদান করলে ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অথবা পরবর্তী সময়ে তার ভর্তি বাতিল করা হবে। ৬.৫। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তথ্য সরবরাহে: খলিলুর রহমান ফয়সাল সভাপতি-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। যেকোন প্রয়োজনে: ০১৭১৭৯৯২০৩০ http://www.facebook.com/gaanwala  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.