আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া: ম‍্যাজিক দাদু

ম‍্যাজিক দাদু, জানেন তিনি অনেক যাদু। শিশুর গায়ে তুললে লাঠি, চালান তিনি যাদুর কাঠি। বন্দী শিশুর দরজা খুলে, নাচতে থাকেন দুহাত তুলে। মন্দ লোকের ঘাড়টা ধরে, আছাড় মারেন কঠিন জোরে। ভূত ছাড়ানো ওষুধ দেখো, ম‍্যাজিক দাদুর কাছে শেখো।

ম‍্যাজিক দাদু, ভক্ত তাঁহার দুখী আদু। পেটটা ভরে পায় না খেতে, চাইতো না তাই স্কুলে যেতে। মাস্টার মশাই ধরলো কানে, ছিঁড়লো দেখি হ‍্যাঁচকা টানে। ম‍্যাজিক দাদু হঠাৎ হাজির, গলা টিপে ধরলো পাজীর। ম‍্যাজিক দাদু, মারটা তাহার বেজায় স্বাদু।

পাড়ার কিছু দুষ্ট ছেলে, নষ্ট হলো ক‍্যারাম খেলে। কুকথা কয় দেখলে মেয়ে, উঠছে সবার গলা বেয়ে। দাদু যেদিন করলো তাড়া, সেদিন থেকেই ভদ্র পাড়া। ম‍্যাজিক দাদু তেলেসমাতি, দেখছি যেন দিবারাতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।