আমাদের কথা খুঁজে নিন

   

এই পক্ষি আগুনপক্ষি বুবু

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র এই পক্ষি আগুনপক্ষি ভাইসকল, এই পক্ষি দানা খায়, গান গায়, স্ট্যাটাস থেইকা স্ট্যাটাস, কমেন্টের পর কমেন্টে এই পক্ষি উইড়া উইড়া আগুন ছড়ায়। বাচুক, অথবা মরুক, এই পক্ষি আগুনপক্ষি ভাইসকল। এই পক্ষি বান্ধন যায়না, এই পক্ষি খাচায় থাকেনা। আঙুল থেইকা কিবোর্ড, সবশেষে বাঙলার রাজপথ। এই পক্ষি উড়ে, এই পক্ষি ঘুড়ে, আগুন পক্ষি লড়ে। এই পক্ষি আগুনপক্ষি বুবু, এই পক্ষি বান্ধন যায়না, এই পক্ষি খাচায় থাকেনা। এই পক্ষি দানা খায়, গান গায়। দিনশেষে জাইনা রাইখো, সোনার গদিতে, এই পক্ষি আগুন ধরায়। এই পক্ষি আগুনপক্ষি বুবু।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।