মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা । হাজার নিয়ম-কানুন আর ঝক্কি-ঝামেলার বেড়াজাল পেরোতে গিয়ে,পার্লারে মেক ওভারের জন্য তেমন একটা যাওয়া হয়ে ওঠেনি কখনো । সরল জীবন যাপনে অভ্যস্ত ছিলাম,যার ফলে সব ধরনের কৃত্ত্বিমতা একটু এড়িয়েই চলতে চাইতাম... সে ম্যালা আগের কথা...আমি তখন সবে স্কুলের ছাত্রী...একসময় স্কুল পেরোলাম,কলেজে ভর্তি হলাম...কলেজ লাইফে প্রবেশের পর সেই সরল জীবন-যাপনে সামান্য কিছু পরিবর্তন অবশ্য এসেছিলো...নতুন পরিবেশ,নতুন বন্ধু-বান্ধব,নতুন নতুন সব অভিজ্ঞতা...সবচেয়ে বড় কথা,আমার দৃষ্টি-ভঙ্গির কিছু পরিবর্তনও সে সময় এসেছিলো... আমার নতুন সখিরা আবার রুপ-চর্চায় কেউ কারো চেয়ে কম যেতো না...আজ এটা,তো কাল ওটা...কিভাবে যেনো তারা আমার মাথায় "পার্লার" নামক পোকা প্রবেশ করিয়ে দিয়েছিলো...বেশ কিছুটা আগ্রহ নিয়েই আমার একদিন সেই বিখ্যাত(!) জায়গায় পদার্পণ ঘটে,যা কিনা মোটামুটিভাবে সব রমণীরই আগ্রহের কেন্দ্রবিন্দু... গিয়ে তো আমি মহা ভক্ত হয়ে গেলাম...সবার সে কি অমায়িক অভ্যার্থনা...মেয়েদের উপস্থিতিতে অনেক সহজ অনুভূত হল...চারদিক এমন ঝকঝকে-তকতকে যে দেখে তাক্ লেগে যায়...এরপর প্রায় দুমাস-তিন মাস পরপরই নিজের প্রয়োজনে,বান্ধবীকে সঙ্গ দিতে পার্লারে নিয়মিত যাতায়াত শুরু হল আমার...খুব নির্ভরযোগ্য একটা জায়গা বলেই মনে হল...কত মেয়েরা,কত অদ্ভুত অদ্ভুত প্রয়োজনে সেখানে হাজির হত...নিজেরে মাঞ্জা মারানোর ফাঁকে ফাঁকে আগ্রহ নিয়ে তা ই দেখতাম...খারাপ লাগতোনা খুব একটা... কিন্তু,অবাক হলাম যখন "পারসোনা" র মত প্রতিষ্ঠান নিয়ে এমন সস্তা ধরনের গুঞ্জন উঠল...সব পার্লার গুলোকে যদি অণু-পরমাণু বানানো যেতো,"পারসোনা" হতো তার নিউক্লিয়াস...এতটাই জনপ্রিয়(!) ছিলো এই "পারসোনা"...আর যেখানে সব কাজই নারীর উদ্যোগে হয়,একটা মেয়ে হয়ে সেই জায়গার প্রতি আস্থাহীন হওয়ার তো প্রশ্নই ওঠে না... ব্যাথিত হই ভেবে,আজ মেয়ে হয়েও আরেকজন মেয়ে কে বিশ্বাস করার উপায় নেই...সমাজের গুটিকয়েক মানুষের আজ এতোটাই অধপতন...তাও আবার যেমন-তেমন মানুষ নয়,প্রচন্ড ক্ষমতাধর,সম্পদশালী কিছু মানুষ... ধিক্ তাদের... মনে প্রশ্ন জাগে,এতো অর্থ-বিত্ত দিয়ে কি করেন তারা??মনুষ্যত্ব বিক্রি করা এ অর্থে থুতু ফেলতেও আমার মনে ঘৃণা জাগে... দিন শেষে,আরেকবার মনে হয়,"নিজের ছায়া কেও আজকাল বিশ্বাস করতে হলে,ক্যারেক্টার সার্টিফিকেট দেখে নেয়া উচিৎ..." -ফারহানা নিম্মী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।