বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৪৫২টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী এসএসসিতে পাস হয়েছে। ঢাকা বোর্ডে ৩৪৯টি, রাজশাহী বোর্ডে ৬৬৭টি, কুমিল্লা বোর্ডের ১৭৫টি, দিনাজপুর বোর্ডের ৪৫৪টি, সিলেট বোর্ডের ৮৪টি, যশোর বোর্ডের ৪৯৬টি, বরিশাল বোর্ডের ১৪৩টি এবং চট্টগ্রাম বোর্ডের ৮৪টি প্রতিষ্ঠান এই কৃতিত্ব দেখিয়েছে।
শতভাগ পাসের দিক দিয়ে সবচেয়ে ভাল ফল দেখিয়েছে মাদ্রাসা বোর্ডে।
এবার ২ হাজার ৪৬৬টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৭৪টি প্রতিষ্ঠানে।
গতবার ১০ বোর্ড মিলিয়ে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৩ হাজার ৩৭৭টি।
অবশ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪টি।
এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২২ -এ, যার মধ্যে ১৭টি মাদ্রাসা বোর্ডের।
২০১১ এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি। এর আগের বছর ২০১০ সালে ছিল ৪৯টি, ২০০৯ সালে ৭১টি এবং ২০০৮ সালে ৯১টি প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
এবার কেউ উত্তীর্ণ হয়নি এমন তালিকায় কারিগরি বোর্ডের পাশাপাশি কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বোর্ডের কোনো প্রতিষ্ঠান নেই। তবে ঢাকা বোর্ডে দুইটি এবং বরিশাল, রাজশাহী ও দিনাজপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।