টিভি সিরিজগুলোর সাথে আমার পরিচয় বিটিভিতে সিন্দাবাদ , রবিনহুড , হারকিউলিস আর মশারীর ভিতর থেকে দুরু দুরু বুকে এক্স ফাইলস দেখার মাধ্যমে । দীর্ঘ গ্যাপের পর নাইন টেনের দিকে পুনরায় এএক্সনের CSI এর মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করি । আর এখন পিসি থাকায় জীবন পুরাই সিরিয়ালময় ।
নিচের দশটি সিরিয়াল আমার ব্যাক্তগত পছন্দের সেরা । এখানে শুধুই ব্রিটিশ বা হলিউড সিরিয়ালের তালিকা দিলাম ।
১ । DEXTER
Genre : Mystery , Thriller
IMDB RATING : 9
সিরিয়াল কিলারদের মনমানসিকতা নিয়ে আমার আগ্রহ বহুদিনের । মায়ামি মেট্রোর ব্লাড স্প্লেটার এনালিস্ট ডেক্সটার । দিনে পুলিশের ফরেনসিক এক্সপার্ট আর রাতে আইনের ফাক দিয়ে বের হওয়ে যাওয়া খুনিদের যম - মোটের উপর ড. জেকিল এবং হাইডের অসাধারণ কম্বিনেশন । নিজের এই অন্ধকার দিকের সাথে বাস্তবতার এবং মানবিকতার অর্ন্তদন্দ্ব - এক কথায় বসলে উঠতে পারবেন না।
SIMILAR : TWIN PEAKS (খুবই সামান্য মিল) , কিন্ত সবার ভালো লাগার কথা না
২। Breaking Bad
Genre : Thriller , Crime
IMDB Rating : 9.4
জীবনযুদ্ধে ব্যার্থ সোনালী অতীত পিছনে ফেলে আসা এক হাইস্কুল কেমেস্ট্রি টিচারের জীবনের সবকিছু বদলে দিল - ক্যান্সার । নিজের পরিবারের জন্য একজন মেরুদন্ডহীন ছাপোষা ব্যাক্তি থেকে খড়গহস্ত ড্রাগলর্ড - আসাধারণ এই রূপান্তরের কাহিনী ক্লাইমেক্সের দিক থেকে আমার কাছে এক নম্বর ।
SIMILAR : THE WIRE , WEEDS , তবে কোয়ালিটির দিক দিয়ে এর ধার কাছেও নেই । THE WIRE overrated মনে হয়েছে ।
৩। Game of Thrones
Genre : Mystery , Myth,Fantasy
IMDB rating : 9.4
ক্ষমতার লড়াই নিয়ে আট অভিজাত পৌরাণিক পরিবারের স্নায়ুযুদ্ধের থেকে সম্মুখসমর পর্যন্ত একটি বিশাল টিভি সিরিয়াল । জাদু , জোম্বি , যুদ্ধ , স্ক্যান্ডাল , রহস্য সব মিলিয়ে সাত সিজনে সমাপ্য ( বই অনুসারে ) এই সিরিজ অবশ্যই দেখবেন ।
SIMILAR : ROME , SONS OF ANARCHY , SPARTACUS কিন্তু এগুলোতে সুপারন্যাচারাল কিছু নেই । যারা মজার কিছু দেখতে চান Sons of anarchy অবশ্যি দেখবেন
৪।
X-Files
Genre : Mystery , Sci-Fi,Fantasy
IMDB rating : 8.7
এক্স ফাইল নিয়ে কিছু বলার প্রয়োজন নেই । ৯০% বাংলাদেশীর
প্রথম সিরিয়ালের পরিচয় এর মাধ্যমেই । এজেণ্ট মুল্ডার হওয়ার ইচ্ছা সব সময়ই । এখনো বারাবার দেখি । সিজন ফাইভ পর্যন্ত আমার রেটিং ৯.৫
SIMILAR : Fringe - যারা আইজ্যাক আসিমভ বা প্যারালাল ইউনিভার্সের ফ্যান তাদের জন্য মাস্ট ।
warehouse 13 স্টার ওয়ার্ল্ডে দেখতাম । LOST খুব একটা পছন্দ না , তবে Heroes দেখলে খারাপ লাগবে না ( কন্টিনিউয়াস এক্সম্যান সিস্টেম) । Fireflies , Battlestar Galactica , Dr. Who দেখি নাই , কেমন অবশ্যই জানাবেন ।
৫। Band of Brothes
Genre : War,Action
IMDB rating : 9.6
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকার সেরা প্যারাট্রুপারদের ট্রেনিং - ডি ডে থেকে শেষ পর্যন্ত অসাধারণ আত্মত্যাগ আর ভাতৃত্বের কাহিনী ।
সত্য কথা অবলম্বনে ।
SIMILAR : SPARTACUS - থিমের দিক থেকে কিছুটা , অবশ্যই কাহিনী থেকে নয় ! Auschwitz: The Nazis and the 'Final Solution' , Hitler: The Rise of Evil যারা ডকুমেন্টারি দেখতে ভালোবাসেন , তাদের ভালো লাগবে ।
6. Supernatural
Genre : Mystery,Horror
IMDB rating : 8.6
ভূতের কোন কিছু ভালো না লাগলেও আমি শুরু থেকেই AXN এটা দেখতাম । ভূত , ফেরেশ্তা , শয়তান , মিথিক্যাল কাহিনী এবং ডার্ক ফোর্সের বিরুদ্ধে দুই ভাইয়ের অন্যরকম লড়াইয়ের গল্প । নট এনাদার ভুতুড়ে আমেরিকান রাবিশ - যার ভাবছেন , প্লিজ দেখুন
SIMILAR : True Blood শুরুতে বেশ ভালো ছিল ।
American Horror Stories এর কোয়ালিটিও খুব ভালো , ঠিক ভুতূড়ে নয় সাইকিক থ্রিলার হিসাবেও বেশ ভালো । The Ripper, Grimm মাঝামাঝি । Vampire diaries দেখি নাই , তবে তালিকায় রেখেছি ।
৭ . The Walking Dead
Genre : Horror
IMDB Rating : 8.8
জম্বি জাতীয় জিনিসের প্রতি আমার অরুচি আছে । কিন্ত walking dead আসলেই এক্সেপশ্নাল ।
তথাকথিত জম্বি আর মানুষের রক্ত -মাংসের সারভাইভাল ফর দা ফিটেস্টের লড়াই নয় বরং কিছু সম্পর্কহীন মানুষের আলোকিত ভবিষ্যতের আশায় নিবিড় বন্ধনের গড়ে উঠা নিয়েই গড়ে উঠেছে এই সিরিয়াল । চরম বাস্তবতা বনাম মানবিকতার বিশাল দন্দ্ব
SIMILAR : LOST সারভাইবাল সিরিজ হিসাবে আমার কাছে বোরিং মনে হয়েছে । এছাড়া the river , terra nova কে গতানুগতিক মনে হয়েছে আমার কাছে ।
৮। Community
Genre: Drama , Comedy
IMDB rating : 8.7
কমিউনিটি কলেজ ( আনেকটা আমাদের জাতীয় ভার্সিটির মত )
এর কিছু স্টুডেন্ট চরম মজার অন্যরকম কমেডি - দেখবেনতো মজা পাইবেন !
SIMILAR : ফানি টিভি সিরিজ আসলে টিভিতে না বসলে দেখা হয় না ।
আমার আরো পছন্দ two and a half men , How I met your Mother , Malcom in the middle , Modern Family ,the office. Friends , Sopranos , Arrested development এখনো অপেক্ষার সারিতে রেখে দিয়েছি ।
৯। Suits
Genre : Urban Drama
IMDB rating : 8.9
অফিস বিষয়ক ড্রামা অপছন্দ হলেও , দুই আইনজীবী - একজন অপরাজিত আরেকজন জালিয়াতী ডিগ্রিধারী শ্রুতিধরের ম্যানহাটানের উকিলপাড়ায় রাজত্বের গল্প । ভালোবাসা-কাজ , সততা-বিজয় প্রভূত জিনিস নিয়ে লেখা এই সিরিয়ালের তিন নম্বর সিজনের জন্য অপেক্ষায় ।
১০।
BURN NOTICE
Genre:crime, thriller
IMDB rating:7.6
একজন বাতিল গুপ্তচরের নিজেকে প্রতিষ্ঠার সাথে স্যাবোটাজে আক্রান্ত সিআইএকে রক্ষা করার মিশন নিয়ে কাহিনী এটি । সাথে রয়েছে অনেক ধরনের অদ্ভূত মিশনের প্যাকজ পর্ব । একটু অন্যরকম অ্যাকশন , ফাইটিং এবং ইন্টেলিজেন্সের ক্যামিস্ট্রি ।
এছাড়া কিছু কিছু সিরিয়ালকে অনারেবল মেনশন না দিলেই নয় -
Bones
Genre: Crime , Drama
IMDB rating : 8
একজন এন্থ্রপলজিস্টের ( সোজা বাংলায় পুরানা হাড্ডী বিশেষজ্ঞ ! ) ক্রাইম সল্ভিং টিমের অসাধারণ কেমেস্ট্রির কাহিনী এটি ।
SIMILAR : NUMBERS , CSI বেশ মিলে ।
। The mentalist আর Lie to me খুবই ভালো , যারা ফরেনসিক সাইন্সের ঝলকানি নয় বরং মাঝমাঝে ফেলুদার মত কেরেক্টার স্টাডির দিকে আগ্রহ বেশি রাখেন । 24 , The Shield অন দা লাইন ।
Chuck
IMDB rating : 8
Genre : comedy , drama , thriller
অদ্ভূত স্টার্টিং এর দিক থেকে ১ নম্বর এটি । চরম মেধাবী এবং আন্ডার এচিভার চাকের উপর নির্ভর করছে আমেরিকার ভবিষ্যত ।
কমেডির সাথে স্পাইদের সিরিয়াস বিষয় অবশ্যই ভালো লাগবে ।
SIMILAR : psych,The Good Guys দেখলে মজা পাবেন নিশ্চিত, আর psych আমার নিজের খুবই প্রিয় ।
White Collar
IMDB rating: 8.3
Genre : Crime , thriller
Catch me if you can দেখেছেন ? সেখানে ফ্রাঙ্ক কিন্ত বাস্তবেও FBI এর হয়ে কাজ করেন । সেরকম এফবি আইয়ের এজেন্ট পিটার এবং তার ধরা মি ফ্রড নিল ক্যাফ্রীর অদ্ভূত পার্টনারশিপের কাজ এবং বিশ্বাস-অবিশ্বাসের ভাঙ্গাগড়ার খেলা মনে দোল লাগাবে অবশ্যই
Sherlock
IMDB Rating :
Genre : Crime, Mystery, Thriller
জানি অনেকেই আমাকে এখন সমানে গালি দিচ্ছেন । আধুনিক প্রেক্ষাপটে অতীতের শার্লক হোমসের কাহিনী , কল্পনার চেয়েও ভালো প্লটে বানানো ।
কিন্তু বছরে মাত্র তিনটি পর্ব , আমার কাছে টপ টেনে যাবার জন্য মোটেই গ্রহণযোগ্য নয় । সিরিজের দৈর্ঘ্যও খুবই গুরুত্বপূর্ণ
SIMILAR : History channel এ অরিজিনাল কাহিনীর শার্লক হোমসও মন্দ নয় । দেখে ভালই মনে হত
Prison Break
Genre:Crime, Thriller
IMDB Rating: 8.5
ভুল শাস্তিতে জেল খাটা বড় ভাইকে উদ্ধার করতে ছোট ভাইয়ের মিশন ইম্পসিবল আসলেই ক্লাইমেক্সের দিক থেকে অন্যরকম সেরা ।
এছাড়া Bored to death ,The tudor , revenge , entourage ,30 rock উল্লেখ করার মত । House , grey's anatomy , law and order , madman , newsroom , justified দেখার ইচ্ছা আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।