আমাদের কথা খুঁজে নিন

   

উনাকে নির্বাচনে আসতেই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘উনাকে নির্বাচনে আসতেই হবে। রাজনীতি করলে উনাকে নির্বাচনে আসতে হবে। কারণ, জনগণ নির্বাচন চায়। ’ প্রধানমন্ত্রী আজ শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে রূপ আমরা দেখেছি, বিরোধীদলীয় নেতা কোন পরিকল্পনায় আবার এর অধীনে নির্বাচনের কথা বলেন? তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য প্রধান বিচারপতির বয়স বাড়ানো হয়েছিল। পুরো বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছিল। খালেদা জিয়াই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। ’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের উদ্দেশে ফাইনাল খেলার প্রস্তুতি নেওয়ার যে আহ্বান জানিয়েছেন—এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলা কীভাবে হবে? তিনি বলেন, ‘খেলনেওয়ালারা খেলে যাবেন।

কাজ করনেওয়ালারা কাজ করে যাবেন। আমরা কাজ করে যাচ্ছি। ’ প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ ছেলে ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর আন্দোলন বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। চোর-বাটপারের সঙ্গে আলোচনায় না বসা নিয়ে মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টি এভাবে বলিনি। ’ তিনি বলেন, আলোচনায় এসেই তো বিরোধী দলের নেতা তাঁর দুর্নীতিবাজ ছেলেদের মুক্তির কথা বলবেন।

তিনি বিরোধীদলীয় নেতাকে সংসদে এসে সব বিষয়ে আলোচনার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনেও নেওয়া হবে না। তিনি জামায়াতের ভাঙচুর প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভালো থাকলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভালো লাগে না।

সম্পদ লুট করতে পারছেন না বলে খালেদা জিয়ার এত কষ্ট বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যেসব বিষয়ে আলোচনা করেছেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তির যে মডেল উপস্থাপন করেছেন, সেসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া সংবাদ সম্মেলনটি চলে বেলা দুইটা পর্যন্ত। সংবাদ সম্মেলনে সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।