এখন গাড়িতে, বুঝতে পারছি দেশের মানুষের দূর্ভোগ কত চরম পর্যায়ে। সরকার তেলের উপর ভর্তুকি কমিয়ে ফেলায় সাধারণ জনগণ বিশেষ করে গরীব জনগোষ্টী চরম বিপাকে পড়েছে ,পড়েছে মধ}ম আয়ের লোকেরা ও। জিনিসপত্রের দাম এমনিতে হাতের নাগালের বাইরে। এখন তরকারী কিনে খেতে হয় ১৫০ টাকা কেজি ধরে ! এভাবে প্রতিটি ক্ষেত্রে জীবন যাত্রার ব}য় বেড়েছে, আয়টা সেভাবে বাড়ে নি। আজ ফকিররা পর্যন্ত ১ -২ টাকা নিতে চায় না ।
এভাবে কী দেশের মানুষের উপকার হয়? যারা এই নীতি গুলো করে তারা আমাদের দুঃখ বুঝবে কেমনে ?তারা তো খিদার কষ্ট পায় না । তারা তো ক্ষুধার্থ শিশুর কাননার আওয়াজ শুনতে পায় না। তাদের তো গাড়ি ভাড়া নিয়ে ঝগড়া করতে হয় না । আমরা তো তাদের গোলাম আছি। একাজ গুলো তাদের কখনো করতেই হবে না ! আমরা তো বোবা -গোলাম হয়েই রইলুম, এবং থাকবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।