mamun.press@gmail.com হরেক রকমের লেবু পাওয়া যায় আমাদের দেশে। লেবু যেমন সহজলভ্য তেমনি একটুখানি লেবু খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহু গুণ। লেবুর রসই শুধু না, লেবুর খোসা থেকে শুরু করে লেবুর পাতা-সবই আমাদের জন্য দারুণ উপকারী।
টক লেবুর এইসব মিষ্টি গুণাগুণগুলোই এই প্রতিবেদনে জানানো হলো-
· লেবু ভিটামিন ‘সি’ এর সবচেয়ে বড় উৎস। এটা আমরা সেই ছোটবেচলা থেকেই জেনে আসছি।
আমরা বড় হয়ে গেলে সেই ভিটাসিন ‘সি’ এর সবচেয়ে বড় উৎস কিন্তু একই আছে। এর সঙ্গে এর আরো উপকারী দিক দিন দিন খুঁজে বের করছেন বিজ্ঞানীরা।
· প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে একটি লেবু চিপে নিয়মিত খেতে পারলে তা দেহের হজম ক্ষমতাকে আরো সক্রিয় করবে।
· এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। শরীরে জ্বর-সর্দির ভাইরাসগুলোকে বাসা বাঁধতে দেয় না এই লেবু।
· লেবু রক্তকে পরিষ্কার করে এবং দেহ থেকে ক্ষতিকর উপাদান গুলোকে বের দেয়।
· অ্যারোমথেরাপির ক্ষেত্রে লেবু একটি গুরুত্বপূর্ণ উপাদান।
· রূপচর্চার জন্যও লেবু ব্যবহার হয়ে থাকে ব্যাপকভাবে। রোদে পোড়া ত্বক মেরামতের জন্যও লেবু অত্যন্ত কার্যকরী --বার্তা২৪ ডটনেট. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।