আমাদের কথা খুঁজে নিন

   

২ টাকার বিনীময়ে সম্পর্ক নষ্ট-> কারণ, আমি একিট F & F ভাইরাস

মনের কথা হাইরে জীবন। এই কথাটা বললাম , একটু নিজের উপর আবশোষ করে। কারণ কম্পিউটারে যেমন ভাইরাস থাকে ঠিক তেমনি আমি হচ্ছি এক প্রকারের ভাইরাস- আমি হচ্ছি F & F ভাইরাস। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটো আসছে। আমি যখন ক্লাস ৮ শ্রেনীতে পড়তাম তখন থেকে একটু একটু বুঝতে শিখেছি।

আশপাশের পরিবেশের সাথে খাপ খায়য়ে চলার চেষ্টা করেছি। কিছু দিন যেতে না যেতেই যখন আমার এক দূর সম্পর্কের মাম ‘ডিভি’’’ লটারি পেয়ে আমেরিকায় গেল তখন থেকে বুঝলা ডিভি জিনিসটা আসোলে কি। সেই সময় থেকে আমার শক যদি সেই লটারিতে অংশ গ্রহণ করতে পারতাম। কিন্তু তখন সে আর সপ্ন হল না কারন, তখন আমি এস.এস.সি পাস করিনি। তাই আমাকে টানা ২ বছর অপেক্ষা করতে হলো।

যখন আমি এস. এস.সি করলাম তখন শুনলাম ডিভি লটারিতে অংশ গ্রহণ করতে হলে নাকি এইচ.এস.সি পাস করতে হবে। আবাও আমকে ২ বছর অপেক্ষ করতে হলো। ও.........কত মজা আমি এবার ডিভি লটারীতে অংশ গ্রহণ করতে পারব। কত রকম ১টি বছর লটারিতে অংশগ্রহণ করে কোন ফল পাওয়া যায়নি। ভাবলাম পরের বছরতো আছে তখন নিশ্চয় হবে।

কিন্তু ভাগ্যতে আস সয়লোনা। এখন নাকি বাংলাদেশের লেকের জন্য ডিভি বন্ধ করে দিয়েছে। ও...এতটা দু:খ আমার জীবনের যদিটা.........যদিই.......... হয়ে থাকল। এর মাঝে জীবনে আরেক বিভাগেরো বেহাল অবস্থা। আমি বলছি- বন্ধবীর কথা।

আমার মনে হয় কম-বেশী বন্ধু সবার আছে। আমারও আছে কিন্তু কোন মেয়ে বন্ধ না। কারণ আমি একটি F & F ভাইরাস। যদি কোন না কোন ভাবে আমার ভাগ্যে একটি বান্ধবী জুটে- তো- আমার মনের গানটা গাইতে না গাইতে দেখি নতুন বান্ধবীটার কোন আর খরব নেই। কারণ আমি নতুন বান্ধবীর মোবাইল নম্বরের সাথে F & F করেছিলাম।

আপনি হাসছেন তাই না- হ্যা আমার জীবনের এটাই সত্য, কোন ভাগ্যে যদি একটি মাত্র বন্ধবী জুটায় , তার সাথে সম্পর্ক ততদিন দিক থাকবে যতদিননা তার মোবাইলে F & F না করছি। যেদিন আমি তার নম্বরে F & F করবো ঠিক সেই দিন থেকে ২ দিনের মধ্যে দেখা যাবে আমার নতুন বন্ধবীর আর খরব নেই। যদিও আমি তার সাথে কোন খারাপ ব্যবহার করিনা। তবুও এমনটি হয়। এ ঘটনা আমার অনেট ঘটেছে।

যদি কেউ আপনাদের কোন বান্ধবীর সাথে সম্পর্ক (-) করতে চান তবে আমার ২টাকার একটি F & F ই-যথেষ্ট। কারণ আমি একটি F & F ভাইরাস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।