আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাং আনছে ‘অভঙ্গুর’ গ্যালাক্সি স্কিন!

বাড়ির ছোট্ট শিশুটির বাবার মোবাইল ফোনের প্রতি প্রচণ্ড আগ্রহ। কিন্তু সে ওটা হাতে নিয়েই ছুুড়ে ফেলে দেয়। হয়তো ছুড়ে ফেলে দেওয়াটাই তার খেলা। বাবা সব সময় তটস্থ থাকেন, তাঁর অত্যন্ত প্রয়োজনীয় ফোনটি যেন বাচ্চার হাতে না যায়। নিজের বাচ্চা আদরের, কিন্তু মোবাইল ফোনটি ছাড়া তার চলবে না।

হয়তো এমন পরিস্থিতিতে পড়া বাবাদের কথা মাথায় রেখেই বিশ্বখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বাজারে আনছে তাদের নতুন সেট গ্যালাক্সি স্কিন। এই নতুন সেটটি ভয়ংকরতম আঘাতেও ভাঙবে না। এমনকি এই ফোনের ডিসপ্লে স্ক্রিনকে যেমন খুশি বাঁকানো যায়। স্যামসাং কর্তাদের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে এই গ্যালাক্সি স্কিন বাজারে আসবে। ৮০০ গুণ ৪৮০’র হাই রেজুলেশন অ্যামোলেড স্ক্রিন-সমৃদ্ধ এই গ্যালাক্সি স্কিনের থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

এতে আরও থাকবে ৮ গিগাবাইট র‌্যাম ও ১.২ গিগাহার্জ প্রসেসর। এতে অভঙ্গুর গ্র্যাফেন স্ক্রিন ব্যবহার করা হবে। বিজনেস টাইমস এ ব্যাপারে সংবাদ প্রকাশ করলেও স্যামসাং আনুষ্ঠানিকভাবে এই গ্যালাক্সি স্কিন সম্পর্কে এখনো কিছু বলেনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।