[
ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭) নামে এক যুবক ২০১১সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন, তার ইচ্ছে সে ১০০টি বিয়ে করবেন। গতকাল ২৫ আগষ্ট প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মতামত ব্যক্ত করেন। তার বিবাহিত স্ত্রীরা হচ্ছে-১।
আনোয়ারা বেগম (২০) পিতা আবু ছিদ্দিক, গ্রাম মুহুরী পাড়া, কক্সবাজার। ২।
মনোয়ারা বেগম (১৯) পিতা মনির আহাম্মদ, গ্রাম মরিচ্যা, উখিয়া। ৩। তৈয়বা বেগম (১৯) পিতা রশিদ আহামদ, গ্রাম তুমব্র“, নাইখংছড়ি। ৪। রেজিয়া বেগম (১৭) পিতা সালেহ আহাম্দ, গ্রাম বাংলাবাজার, রামু।
৫। রাবেয়া বেগম(২১) পিতা নাজু মিয়া, গ্রামÑডেইলপাড়া, উখিয়া। ৬। হাছিনা বেগম (২১) পিতা সিরাজ মিয়া, গ্রাম তুলাতলী, উখিয়া। ৭।
তাহেরা বেগম (২৩) পিতা মকবুল হোছেন, গ্রাম ঈদগাহ, রামু। ৮। জুসনা (২২) পিতা নুরুল ইসলাম, গ্রাম চকরিয়া, ৯। কুলসুমা বেগম (১৮) পিতা সালেহ আহামদ, গ্রামÑআমিরাবাদ, ১০। মনোয়ারা বেগম (২১) পিতা বদি আলম, গ্রাম চাকবৈঠা, উখিয়া।
১১। রেহেনা আকতার (১৯) পিতা শামশুল আলম, গ্রাম-মংডু, বার্মা। ১২। রূখসেনা আকতার (১৮) পিতা আশিক আলী, গ্রামÑজাদিমোরা, উখিয়া। ১৩।
সুফিয়া আকতার (২৩) পিতাÑরহিম আলী, গ্রামÑমরিচ্যা, উখিয়া। ১৪। রুমা আকতার (২২) পিতা নুরুল ইসলাম, গ্রাম বরইতলী, চকরিয়া। ১৫। নছু (২৫) পিতা জাফর আলম, গ্রাম পটিয়া।
১৬। শাহীনা আকতার(২২) পিতা নুর আহামদ, গ্রাম কাউয়ারখোপ, রামু। ১৭। ছায়েরা বেগম (১৮) পিতা সুমন, গ্রাম আলীকদম। ১৮।
সূমী (১৯) পিতা ছৈয়দ আলম, গ্রাম হ্নীলা,টেকনাফ। ১৯। রহিমা আকতার (১৭) পিতা শাহাব উদ্দিন,গ্রাম বার্মা। ২০। জুসনা আকতার(২৪) পিতা রহিম আলী, গ্রাম-টেকপাড়া, কক্সবাজার।
২১। শামশুন নাহার(২৩) পিতা ছৈয়দ, গ্রাম ইদগড়, রামু। ২২। জুহুরা বেগম (২২) পিতা ছৈয়দ আহামদ, গ্রাম-দোহাজারী, চট্টগ্রাম। ২৩।
শাহীনা (২৫) পিতা-ফরিদ আলম,গ্রাম-চৌনতী, চকরিয়া। ২৪। রেহেনা আকতার(২৩) পিতা জুহুর আহমদ, গ্রাম-বাংলাবাজার,রামু সহ মোট ৫৩টি বিয়ে কান্ত হয়নি এ যুবক। তার কাজ থেকে সব চেয়ে প্রিয় স্ত্রী কোনটি জিজ্ঞাসা করা হলে সে বলেন, আমার সর্বশেষ স্ত্রীই হচ্ছে প্রিয়। ৫৩টি বিয়ে করলেও সন্তান হয় মাত্র ২টি, ১টি ছেলে,১টি মেয়ে।
উক্ত সন্তান গুলো জন্ম হওয়ার পরপরই মারাযান বলে তিনি প্রতিবেদককে জানান। ৫৩টি স্ত্রীর মধ্যে ২৫টি স্ত্রী কাবিননামা হলেও বাকী স্ত্রী গুলোর কোন কাবিন হয়নি। ২টি স্ত্রী তালাকপ্রাপ্ত হলে ও অন্যান্য স্ত্রী গুলো এখনো তার আশায় রয়েছে।
ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭) নামে এক যুবক ২০১১সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন, তার ইচ্ছে সে ১০০টি বিয়ে করবেন। গতকাল ২৫ আগষ্ট প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মতামত ব্যক্ত করেন।
তার বিবাহিত স্ত্রীরা হচ্ছে-১।
আনোয়ারা বেগম (২০) পিতা আবু ছিদ্দিক, গ্রাম মুহুরী পাড়া, কক্সবাজার। ২। মনোয়ারা বেগম (১৯) পিতা মনির আহাম্মদ, গ্রাম মরিচ্যা, উখিয়া। ৩।
তৈয়বা বেগম (১৯) পিতা রশিদ আহামদ, গ্রাম তুমব্র“, নাইখংছড়ি। ৪। রেজিয়া বেগম (১৭) পিতা সালেহ আহাম্দ, গ্রাম বাংলাবাজার, রামু। ৫। রাবেয়া বেগম(২১) পিতা নাজু মিয়া, গ্রামÑডেইলপাড়া, উখিয়া।
৬। হাছিনা বেগম (২১) পিতা সিরাজ মিয়া, গ্রাম তুলাতলী, উখিয়া। ৭। তাহেরা বেগম (২৩) পিতা মকবুল হোছেন, গ্রাম ঈদগাহ, রামু। ৮।
জুসনা (২২) পিতা নুরুল ইসলাম, গ্রাম চকরিয়া, ৯। কুলসুমা বেগম (১৮) পিতা সালেহ আহামদ, গ্রামÑআমিরাবাদ, ১০। মনোয়ারা বেগম (২১) পিতা বদি আলম, গ্রাম চাকবৈঠা, উখিয়া। ১১। রেহেনা আকতার (১৯) পিতা শামশুল আলম, গ্রাম-মংডু, বার্মা।
১২। রূখসেনা আকতার (১৮) পিতা আশিক আলী, গ্রামÑজাদিমোরা, উখিয়া। ১৩। সুফিয়া আকতার (২৩) পিতাÑরহিম আলী, গ্রামÑমরিচ্যা, উখিয়া। ১৪।
রুমা আকতার (২২) পিতা নুরুল ইসলাম, গ্রাম বরইতলী, চকরিয়া। ১৫। নছু (২৫) পিতা জাফর আলম, গ্রাম পটিয়া। ১৬। শাহীনা আকতার(২২) পিতা নুর আহামদ, গ্রাম কাউয়ারখোপ, রামু।
১৭। ছায়েরা বেগম (১৮) পিতা সুমন, গ্রাম আলীকদম। ১৮। সূমী (১৯) পিতা ছৈয়দ আলম, গ্রাম হ্নীলা,টেকনাফ। ১৯।
রহিমা আকতার (১৭) পিতা শাহাব উদ্দিন,গ্রাম বার্মা। ২০। জুসনা আকতার(২৪) পিতা রহিম আলী, গ্রাম-টেকপাড়া, কক্সবাজার। ২১। শামশুন নাহার(২৩) পিতা ছৈয়দ, গ্রাম ইদগড়, রামু।
২২। জুহুরা বেগম (২২) পিতা ছৈয়দ আহামদ, গ্রাম-দোহাজারী, চট্টগ্রাম। ২৩। শাহীনা (২৫) পিতা-ফরিদ আলম,গ্রাম-চৌনতী, চকরিয়া। ২৪।
রেহেনা আকতার(২৩) পিতা জুহুর আহমদ, গ্রাম-বাংলাবাজার,রামু সহ মোট ৫৩টি বিয়ে কান্ত হয়নি এ যুবক। তার কাজ থেকে সব চেয়ে প্রিয় স্ত্রী কোনটি জিজ্ঞাসা করা হলে সে বলেন, আমার সর্বশেষ স্ত্রীই হচ্ছে প্রিয়। ৫৩টি বিয়ে করলেও সন্তান হয় মাত্র ২টি, ১টি ছেলে,১টি মেয়ে। উক্ত সন্তান গুলো জন্ম হওয়ার পরপরই মারাযান বলে তিনি প্রতিবেদককে জানান। ৫৩টি স্ত্রীর মধ্যে ২৫টি স্ত্রী কাবিননামা হলেও বাকী স্ত্রী গুলোর কোন কাবিন হয়নি।
২টি স্ত্রী তালাকপ্রাপ্ত হলে ও অন্যান্য স্ত্রী গুলো এখনো তার আশায় রয়েছে।
সুত্রঃ-http://bd24live.com/5/২৭-বছর-বয়সের-১যুবক-৫৩টি-ব/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।