আমাদের কথা খুঁজে নিন

   

মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে (২) মনে করো আমি নেই শুক্লা তিথির ঐ ছায়া পথে চলছে নতুন রাত মায়া রথে (২) তুমি অবাক চোখে চেয়ে অপলকে ভাবছো ভাল কে বেসে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে মনে কর আমি নেই যেন মনে লাগে দোলা যে দোলা লাগে বিনা কারনে শুধু মনে কর আমি নেই (২) যেন মনে লাগে দোলা যে হঠাৎ খুশীর ঐ রঙের পাখী হাওয়ায় লিখে তার ডাকাডাকি (২) তুমি কি লগনে ভাবো আপনমনে এমন হাতে যে রেখে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে মনে করো আমি নেই অনেক প্রিয় এ গান , থাক্ এখানে । এ গানটা এমন যে শুনলে মন ভাল হয়, খারাপও হয় । একটা গানের দ্বৈত ভূমিকা । লিঙ্ক: Click This Link  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।