আমাদের কথা খুঁজে নিন

   

" নেতাদের এমপিদের মন্ত্রীদের, ক্যাডারের সন্ত্রাসীদের দালালের, আমার এ দেশ কয়েকটি দলের"

বর্তমানে আমাদের এই সোনার বাংলাদেশে যা চলছে, আর ভবিষ্যতে যা হবে তা সহজেই উপলব্ধি করা যায়। কারণ এই দেশের সাধারণ মানুষের জন্য কিছুই হচ্ছে না। সব হচ্ছে শুধু লুট পাট। যে সরকারই ক্ষমতায় বসুকনা কেন সবারই একই চিন্তা, ধরি মারি পালা। নিজে বাচলে বাপের নাম, এটা ভাবে দলের লোকজনরা।

দল না করলে চাকরি নাই। দল না করলে সরকারি কোন সুবিধা নাই। বিরোধী দলও চিন্তা করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। সাধারণ মানুষের পাশে দাড়াবে এমন কোন দল আমাদের দেশে নেই। সবাই শুধু ঐ চিন্তাটাই করে কিভাবে..দেশের....ঢাকঢোল বাজানো যায়।

এতো কিছু দেখে একটি গানের কথা মনে পড়ল এই দেশাত্ববোধক গান আমরা অনেকেই জানি বা শুনেছি------- ''ছোটদের বড়দের সকলের, গরিবের নি:শ্বের ফকিরের আমার এ দেশ সব মানুষের" এখন মনে হচ্ছে গানটা ওমন না হয়ে যদি এমন হতো----- " নেতাদের এমপিদের মন্ত্রীদের ক্যাডারের সন্ত্রাসীদের দালালের আমার এ দেশ কয়েকটি দলের" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।