আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সময় থেকে নাইমুল ইসলাম খান মাইনাস - ঘটনা কি কেউ জানেন ?

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। আজকের আমাদের সময়ের প্রিন্টার্স লাইন কেউ খেয়াল করেছেন ? সেখানে আলোচিত/সমালোচিত নাইমুল ইসলাম খানের নাম সম্পাদক ও প্রকাশক হিসেবে নেই। নুর আলীর ইউনিক গ্রুপ পত্রিকাটির দায়িত্ব গ্রহন করেছে বলে পত্রিকাটি ঘোষনা করেছে।

দুদিন আগে দেখেছিলাম আরেক ব্যাবসায়ী এম এন এস বুলু প্রত্রিকাটির এতদিনের সম্পাদক নাইমুলের নামে আদালতে মামলা ঠুকে দিয়েছে তার সাথে আর্থিক প্রতারনার কারনে। যদিও গত এক বছরের উপরে জানতাম বুলু পত্রিকাটির আর্থিক টানাপড়েন মিটাচ্ছেন, যা নাইমুল তার প্রত্রিকায় ঘোষনা দিয়েই সবাইকে জানান দিয়েছিলো কয়েক দিন। গত কয়েকদিন থেকেই নাইমুল কান্নাকাটি করছিলো তার পত্রিকা নাকি ডাকাতি করা হচ্ছে ! যদিও কান্নাকাটি তার পুরোনো অসুখ। আমাদের সময় আর্থিক কারনে মারা যাচ্ছে-মারা যাচ্ছে এই আর্তি এই পত্রিকাটির জন্ম থেকেই কয়েকদিন পরপরই নাইমুল নিজেই সবাইকে জানাতো। আবার কালকে জানলাম নাইমুল ইসলাম কুটনৈতিক অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে আছেন, তার কোন টু-শব্দটিও কাল থেকে পাচ্ছি না।

পুরো কাহিনী কেউ জানেন, জানলে একটু খোলাসা করেন না......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।