রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই
অনেকে আমার সমালোচনা করবেন বুজতাছি, গালিও দিতে পারেন, কারণ আমি নির্বোধের মত কথা কইতেছি । আমার কোন রাজনৈতিক দর্শন নাই , তাতে আমি কিছুই মনে করবো না । আর মাইন্ড ও খামু না।
আমার ১৪ গুষ্টি তে কোন রাজনীতিবিদ নাই। আমি কোন দলের কাছ থেকে সুবিধা ও পাইনা।
একটা উধারন দেই ;
গত বছর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিটার শেখার জন্য আবেদন করছিলাম কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি কারণ আমার জন্য কেউ সুপারিশ করেন নাই। যাদের হইছে তাদের জন্য নাকি বিভিন্ন নেতারা সুপারিশ করছেন, তাই তাদের ভর্তি নিতে তারা নাকি বাধ্য ছিলেন।
এইবার কাজের কথায় আসি , আমরা যে যত কথাই বলি বাংলাদেশ এর রাজনীতি আওয়ামীলীগ আর বিএনপিই নিয়ন্ত্রণ করবে ।
এর বাইরে যেতে পারব বলে মনে হচ্ছে না । কথা হচ্ছে আমি রাজনীতি করি না। আর এর কোন সুবিধা ও পাইনা, যেহেতু আমার কোন লাভ নাই। তাই এইবার সিধান্ত নিছি আগামি নির্বাচনে আমার ভোট নিয়া একটু বিজনেস করমু । যে দল সবচেয়ে বেশি টাকা দিব আমার ভোট আমি সে দলরেই দিমু।
১০০% গ্যারান্টি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।