আমাদের কথা খুঁজে নিন

   

হে মুসলিম খবরদার / ইসলাম আজ বেঈমানদের হাতিয়ার । কবিতা

ইসলামের আদর্শ আজ কি দেখি ঘরে /বাইরে হায়রে মানুষ জাতি ডুবে রও মিথ্যায় চিতার আগুন জ্বলে মসজিদ গির্জায় । কোরআন কিতাবের হয় অবমাননা মানুষের লাছ দেখে পাষাণ মন কাদেনা । পাপ যত ভারি হয় জালিম আর যুলুমের মজা পায় ধুরন্দর পাপ ভরা কুহকের । নতশিরে হেটে যায় কমজুর বেঈমান ইসলাম ডুবে কেন ? কই সাহসি মুসলমান । রাজ্যটা ভাগ হলে ধর্মের কি ক্ষতি বরং ঈমান ধন হারালে মিলবেনা গতি ।

ধার্মিক ধর্মের কথা কয় ধর্ম কি বুঝেনা বুঝলে ও সার কথা সত্য টা খুজেনা । ধর্মের নীতি ঝাড়ে রাজনীতি মঞ্চে ধর্ম নিয়ে হার জিত হয় কভু তঞ্চে । মানবতার মহান দুত কি এই দিল শিক্ষা তার সত্যকে গুম করে লও শয়তানের দিক্ষা । আজ হতে শপথ লও জীবনে ও মরনে হাল ধরি ইসলামের জ্বালি প্রেম কোরআনে । সব কিছু দিয়ে বাদ আবাদ করি ইসলাম আল্লাহর শক্তিতে জপন করি তার পবিত্র নাম ।

ক্ষুত্রত কত তার বুঝেনা কো পাপিগন ইসলাম ব্যতিত আর সব হবে পতন । ভয় কি মুসলিম এইসব কিয়া মতের লক্ষন শুরু হলে শেষ বিচার টেকবে জায়গা মতন । সংক্ষেপ ম মাসউদ মিয়া শাহি মিরপুর ঢাকা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।