© তন্ময় ফেরদৌস আমার আগের পোস্টগুলোতেই বলেছি আমি মিডিয়ার স্টুডেন্ট। এডভার্টাইজে মেজর করার কারনে স্টাডি করতে হয়েছে অনেক টিভিসি। এর মাঝে ছিলো মজার মজার সব এড। ধারাবাহিক ভাবে পোস্ট গুলাতে দেয়ার চেস্টা করবো।
কোক আর পেপসি খায় না এমন মানুষ পাওয়াই যায় না।
এদের ম্যানুফেকচার কস্ট কিন্ত অনেক কম। তৈরির প্রায় ২০ গুন দামে আমাদের কাছে বিক্রয় করা হয়। বাজেটের প্রায় ৮০% চলে যায় এডভার্টাইসিং এবং প্রচারনায়। অনেক সময় তারা নানা রকম এক্সপেরিমেন্টাল বিজ্ঞাপন তৈরি করে থাকে। সেগুলো আবার ব্যান হয় অনেক কারনে।
সেই রকম কিছু ব্যান কমার্শিয়াল নিয়ে আজকের পোস্ট।
--------------------------পেপসি---------------- -------
১) এই কমার্শিয়ালটি ব্যান করা হয় ২০০১ এর নভেম্বরে। এড এ বলা "গ্রিনগো" শব্দটির কারনে। এতে করে নাকি রেসিজমকে প্রশ্রয় দেয়া হয়।
২) কিডসদের ডি মোটিভেটেড করার জন্য ব্যান করা হয় এই এড টা।
৩) পুরাপুরি ১৮+ হয়ার জন্য ব্যান হয়।
৪) পেপসির এই এডটি ব্যান করা হয় হোমোসেক্সুয়ালদের উৎসাহিত করার জন্য।
৫) হা হা, দেখলেই বুঝবেন কেন ব্যান করা হয়েছে এটি।
৬) এটা ব্যান করার কারনটা ঠিক বুঝলাম না। তবে একটা ভুল হচ্ছে, এডের লাস্টে দেখানো হিপো।
ইন্ডিয়াতে হিপো নাই।
৭) এটা শুধুমাত্র ইউ এস এ নিষিদ্ধ, কারন তারা ধারনা করেছে একমাত্র ওই দেশের লোকেরই এত স্টুপিড হয়ার সম্ভাবনা আছে যে তারা এটা প্রাকটিকালি করে দেখার ট্রাই করতে পারে।
৮) ধর্মীয় কারনে ব্যান করা হয়েছে এই এড ।
----------------------কোক---------------------------
পেপসির তুলনায় কোকের ব্যানড টীভিসি অনেক কম। তার মধ্যে জনপ্রিয় কয়েকটা দেখে নেই আসেন।
১) ধর্মীয় কারনে ব্যান করা হয়েছে। মডেল
কে পাদ্রী হিসেবে দেখানো হয়েছে।
২) ইহাও ১৮+ এর কারনে ব্যান।
৩) খাটো মানুষদের নাকি অপমান করা হয়েছে এখানে। আমার অবশ্য ঠিক বিপরিত টা মনে হয়েছে।
একটা বড় ভুল আছে কিন্ত এড টাতে। ভেন্ডারিং মেশিনে কখনো গ্লাস কোক দেয়া হয় না।
-----------------------স্প্রাইট----------------------
১) এই এড টা দেয়া মনে হয় ঠিক হলো না। একটু ভালো করে দেখলেই বুঝবেন কেন ব্যান করা হয়েছে।
২) স্প্রাইট আসলেই খাতারনাক সব এড বানায়।
সুপার ব্যান।
--------------------------কোক ভারসেস পেপসি--------------------
১) এটাই সেই বিখ্যাত এড যেটা দিয়ে পেপ্সির নামে মামলা ঠুকে দিয়েছিলো কোক। ফাটাফাটি এড। কিন্ত আসলে বানানো উচিত হয় নাই।
২) ইহাও পেপ্সির এড।
কোক কে এক হাত দেখে নিয়েছে এই এড।
৩) পেপসির এড এবং যথারিতি কোক কে আক্রমন করে।
৪) হায়রে কর্পোরেট দুনিয়া, এটা আবার পেপসি কে পোক করে কোকের এড।
৫) খাইসে আমারে, কোক রে পচায়া আর কিছু রাখলো না।
------------------------------
আমার সবচেয়ে ভালো লাগে ফানটা, তারপর কোক........আপ্নার ?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।