আমাদের কথা খুঁজে নিন

   

।। নির্বাসনের মরুপ্রান্তরে // জাব্রা ইব্রাহিম জাব্রা ।।

বাঙলা কবিতা (ফিলিস্তিনী কবিতা) ____________________________________ যখন আমাদের চোখগুলো ডুবে যাচ্ছে কুয়াশা আর ধুলায়- বসন্তের পর বসন্ত নির্বাসনের এই মরুপ্রান্তরে বুকভরা আমাদের এই ভালোবাসা নিয়ে কী করছি আমরা? আমাদের ফিলিস্তিন, সবুজ ভূখণ্ড আমাদের, যে দেশের ফুলগুলি অবিকল ফুলতোলা ঘাঘরার মত; মার্চ সাজিয়ে তোলে যার পাহাড়গুলোকে রত্ন-খোচিত, গোলাপে আর রঙ-বেরঙের ড্যাফোডিলে; এপ্রিল যার সমতল ভূমিগুলো থেকে ফেটে বেরিয়ে আসে বর-কনের মত সুসজ্জিত পুষ্পসম্ভারে; মে আমাদের মেয়েলি গীত উপত্যকায় অজস্র জলপাইগাছের সবুজ ছায়ায় বসে যেগুলো গাই আমরা অলস মধ্যাহ্নে আর পেকে ওঠা ফসলের ক্ষেতে ক্ষেতে আমরা অপেক্ষায় থাকি প্রতিশ্রুত জুলাইয়ের আগমনীর জন্য কখন মেতে উঠবো আমরা ফসল কাটার আমুদে নাচে। ওহ, মাতৃভূমি, যেখানে কেটেছিলো স্বপ্নের মত শৈশব আমাদের,কমলা বনের ছায়ায় ছায়ায়, উপত্যকা জুড়ে, কাগজি বাদামের গাছপালার ভিড়ে- স্মরণ করো আমাদের কথা, আজ ভবঘুরের মত ঘুরছি খেজুর কাঁটা বিছানো মরুপ্রান্তরে, ঘুরছি, কঠিন শিলাময় পাহাড়ে পাহাড়ে; এখন স্মরণ করো আমাদের, আমরা যারা সেই সমুদ্র ও মরুভূমি থেকে বহুদূরে, পড়ে আছি শহুরে কোলাহলে স্মরণ করো, ধুলাভর্তি চোখ এই আমাদের, অবিরাম ঘোরাঘুরিতেও ঝরে পড়ছে না এই ধুলা। আমাদের চারপাশে, পাহাড়ে পাহাড়ে ওই ফুলগুলো পিষে ফেলেছিলো ওরা, আমাদের মাথার ওপরের ছাদ, ওই ঘরগুলো গুঁড়িয়ে দিয়েছিলো ওরা, আমাদের অবশিষ্ট চোখের জলও ছিনিয়ে ছিটিয়ে দিয়েছিলো তারপর ভাঁজ খুলে মরুভূমি মেলে ধরেছিলো আমাদের চোখে, উপত্যকাগুলি জুড়ে গা মোচড়াচ্ছিলো ক্ষুধার্ত রাক্ষসের মত আর সুনীল ছায়াগুলো চূর্ণ-বিচূর্ণ ক'রে সেঁটে দিয়েছিলো লাল কাঁটা পড়ে থাকা শহীদি লাশগুলোর দিকে ঝুঁকে পড়েছিলো, যেন শ্যেনপাখি আর কাক ওরা, সামনেই পেয়ে গেছে শিকার। এটা কি তোমারই সেই পাহাড়গুলো, যেখান থেকে ফেরেস্তারা গেয়ে উঠেছিলো মেষপালকদের জন্য গান: জগতে শান্তি নামুক আর মঙ্গল হোক মানুষের? কেবল মৃত্যুই হেসে উঠেছিলো, যখন দেখতে পেলো পশুদের পাকস্থলী ও নাড়িভুড়ির মধ্যে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, আর অসভ্য গোলাবারূদ ফুটিয়ে, উল্লসিত নেচে যাচ্ছে তারা বিলাপরত এক জননীর মাথার ওপরে। পান্নার মত দামী রত্ন আমাদের দেশ, অথচ নির্বাসনের এক মরুপ্রান্তর, বসন্তের পর বসন্ত কেটে যাচ্ছে, সাপের মত হিসহিস শব্দ তুলে কেবল ধুলাই ছুটে আসছে আমাদের মুখে। তা হলে? বুকভরা এই ভালোবাসা নিয়ে কোন ঘোড়ার ঘাস কাটছি আমরা? যখন এই চোখগুলো, মুখগুলো, ঢেকে যাচ্ছে ধুলা আর কুয়াশায়? __________________________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।