আমাদের কথা খুঁজে নিন

   

'নিহতের তালিকা দিন, নইলে মাফ চান'

আর তালিকা প্রকাশে ব্যর্থ হলে জাতির কাছে ‘মাফ’ চাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইনু বলেন, “যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়াসহ, জামায়াত এবং পরবর্তীতে হেফাজত মিথ্যাচারকেই প্রধান রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করেছে। ‘মিথ্যাচার তত্ত্ব’, ‘ইসলাম বিপন্ন তত্ত্ব’, ‘গণহত্যা তত্ত্ব’, ‘লাশগুম তত্ত্ব’ ও ‘চাঁদে সাঈদী তত্ত্ব’ আজ তাদের রাজনীতির মূল তত্ত্ব হিসেবে দাঁড়িয়েছে। ”
মতিঝিল থেকে হেফাজতে ইসলামের কর্মীদের তুলতে ৫ মে রোববার গভীর রাতের অভিযানে ‘গণহত্যা’ চালানো হয়েছে দাবি করে মঙ্গলবার বিএনপির এক বিবৃতিতে বলা হয়, “ফ্যাসিস্ট সরকার ৫ মে শাপলা চত্বরে পাইকারি হত্যাকাণ্ড চালিয়েছে, বহু মানুষকে আহত করেছে। "
রোববার মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের পর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে।

বায়তুল মোকাররমকে ঘিরে হেফাজতকর্মীরা সহিংসতায় জড়ালে গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে মতিঝিলের শাপলা চত্বর থেকে তাদের তুলে দেয় যৌথবাহিনী।
বুধবার এক সংবাদ সম্মেলনে সাঁড়াশি অভিযানের সময় ‘হাজার হাজার’ মানুষের মৃত্যুর অভিযোগ উড়িয়ে দেয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ সম্মেলনে ইনু বলেন “বিএনপি ও ১৮ দলের সমর্থক বলে পরিচিত দৈনিক ইনকিলাব ও দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত রিপোর্টসমূহে শাপলা চত্ত্বরে হতাহতের সংখ্যা এবং তাদের (বিরোধী দলের) দাবির সঙ্গে আকাশ-পাতাল তফাৎ। ”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বক্তব্য উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, “তিনি শুধু মিথ্যাচারই করেননি। তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন।

মিথ্যাচারের রাজনৈতিক কৌশলের মাধ্যমে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। ”
ইনু বলেন, বিদেশে বিভিন্ন স্থানে নিহতদের ছবি শাপলা চত্বরের ছবি হিসেবে প্রচারণা চালানো হচ্ছে।
“আজকের বাংলাদেশে সজাগ ও বিস্তৃত মিডিয়ার যুগে কোনো ঘটনাই যে ধামাচাপা দেয়া যায় না, তা সবাই বুঝলেও বিএনপি, ১৮ দল স্বীকার করবে না। ”
ইনু জানান, যেসব মাদ্রাসা থেকে শিশু কিশোরদের ঢাকা অবরোধের কর্মসূচিতে নিয়ে আসা হয়েছিল, যেসব মাদ্রাসা ও সুপারদের তালিকা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “দিগন্ত ও ইসলামিক টিভি ছাড়া অন্যরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।