স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়...
মায়ের কোলে ছোট্ট আমি
করছি ভীষন পাগলামী,
বসিয়ে দিলে দিচ্ছি কেঁদে
দেখে বাবা নিচ্ছে কাঁধে।
খুব রঙ্গিন পোষাক গায়ে আমার
সাদার সাথে সবুজ আর লাল
পরতে হবে এটাই আজ
সাথে থাকবে হালকা সাজ।
আম্মু দিল ঝুটি করে
কপালে ছোট্ট টিপ পরে
আমি রেডি,টিপটপ
করছে সবাই কলরব।
ছোট, বড়, আমার সমান
কত্ত মানুষ!,হচ্ছে গান।
এসেই সবাই কোলে তুলে
আদর করে দুই গালে।
আমি কি আর অত বুঝি?
কেঁদে দিয়ে মা'কে খুজি।
বাবার কোলে আরাম করে
দেখি সব ঘুরে ফিরে।
একটু পরে কেক কেটে
নাকে মুখে ছড়িয়ে মেখে
দিলাম হাসি চিৎকারে
হ্যপ্পি বার্থডে... তারস্বরে!!
আজকে কেবল আমারি দিন
আজ যে আমার জন্মদিন!
******** ****** ****** *******
২৮.০৯.'৮৮
একটি ছোট্ট মেয়ের ১ম জন্মদিনের চিত্র এইটি। প্রথম সন্তান সে। তাই তার বাবা-মা খুব আয়োজন করে তার জন্মদিন টি করেছিল।
২৮.০৯.'১১
সেই ঝলমলে দিনের ভিডিওটি এখন মেয়েটির জীবনের সবচেয়ে ভাললাগা ভিডিওচিত্র। আজ সেই মেয়েটি বড় হয়েছে খুব। এতটাই বড় হয়েছে যে,মুখে বালিশ গুজে কাঁদা শিখে গিয়েছে। মা'র কাছ থেকে নিজেকে লুকানো শিখেছে। বাবার হাত ছেড়ে একলা পথ চলতে শিখেছে।
কেবল ছাড়তে পারেনি পিছুটান গুলো। চির জীবনের জন্য আঁকড়ে রেখেছে সেই মমতাগুলোকে,সেই আনন্দগুলোকে,সেই স্বপ্ন গুলোকে। জীবনে এগিয়ে যাবার পথে কখনও যেন কম না পরে,তাই। সবাইকে যেন বিলিয়েও শেষ না হয়,তাই। পূর্ণ হতে থাকুক তার এই আশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।