আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার ৬৫তম জন্মদিনে আমার প্রানডালা শুভেচ্ছা

লেখাপড়া শেষ করেছি ঢাবি থেকে। আজ কাজ করি একটা বেসরকারি ফার্মে । কাজের শেষে নাই কাজ তাই খই ভাজ । ব্লগে খই ভাজি। বুধবার ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মদিন।

১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম হয়। এবারের জন্মদিনে শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন। তিনি গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি বছরই শেখ হাসিনার জন্মদিন কাটে দেশের বাইরে।

প্রতি বছরই সেপ্টেম্বরের এই নির্ধারিত সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত দুই বছর শেখ হাসিনার জন্মদিন কেটেছে দেশের বাইরে। এ বছরও তার জন্মদিন কাটবে দেশের বাইরে এবং এ সময় তিনি দেশের পথে বিমানে থাকবেন বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগে সক্রিয় ছিলেন এবং ইডেন কলেজের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে ভারত থেকে দেশে ফেরেন। ভারতে অবস্থানকালে ১৯৮১ সালে আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে তার অবর্তমানেই দলের সভাপতি নির্বাচিত করা হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালের ১৭ই মে তিনি দেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের হাল ধরেন। এর পর থেকে টানা ত্রিশ বছরের বেশী সময় তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বন্ধু কন্যা হয়ে উঠে জননেত্রী শেখ হাসিনা। এই সময়ে তার নেতৃত্বে দুই বার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তিনি দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়া তিন বার তিনি বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।