আমাদের কথা খুঁজে নিন

   

কেন এতো যানজট

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না যানজট যে কিভাবে আমাদের কর্মঘন্টা কমিয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা । আমি ভোর ৫:৩০মিনিটে বাসা হতে বের হলে সকাল ৮:৩০মিনিট পর্যন্ত গোলশানে নিজের কর্মস্থলে এসে পৌঁছাতে পারিনা। এর জন্য দায়ী কে ? বুঝতে পারিছিনা কেন যে আমাদের যানজন নিরসন হচ্ছেনা। আমার মতে যানজট নিরসনকল্পে নিম্নের কয়েকটি পন্থা অবলম্বন করলে মনে হয় ভালো হতোbr /> ১।

সিএনসি ষ্টেশন বন্ধ করা ; ২। তৈলের দাম বৃদ্ধি করা ; ৩। গাড়ী ক্রয়ের ব্যাংক লোন বন্ধ করা; ৪। নতুন গাড়ী রেজিষ্টেশন বন্ধ করা; ৫। দিনের নির্ধারিত একটা সময়ে যে লেনে জট বেশী সে লেন ওয়ান-ওয়ে করা; ৬।

ছোট গাড়ীতে নির্ধারিত একটা সময় আবশ্যিক ভাবে যাত্রী বহন বাধ্যতামূলক করা; ৭। ছোট গাড়ীতে যাত্রী না উঠালে জরিমানা করা; ৮। যাত্রী পরিবহন বৃদ্ধি করা; ৯। দেশের স্বার্থে বিশিষ্ট ব্যক্তিগের একের অধিক কোন গাড়ী থাকবেনা ; ১০। নির্ধারিত স্থান ব্যতিত অন্য কোন স্থানে কোন হকার বসতে পারবেনা ; ১১।

রাস্তায় চলচালরত সকল নাগরিকের ট্রাফিক আইন সম্পর্কে জানা এবং মেনে চলা; ১২। যত্র-তত্র স্থানে গাড়ি পার্কিংয়ের মানসিকতা পরিহার করা; ১৩। নিজের স্বার্থের কথা না ভেবে অন্যকেও সমান সুযোগ প্রদান করা; ১৪। প্রাইমারী লেভেল হতে রাষ্ট্রীয় আইন সম্পর্কে সম্যক ধারনা প্রদান করা; ১৫। পরিবারিক পর্যায়ে নাগরিক অধিকার ও রাষ্ট্রের আইন সম্পর্কে গড়োয়া আলোচনা করে ছোটদেরকে অবগতি করা; আমাদের দেশের রাজধানীর চাইতেও কলকাতার অত্যন্ত গিঞ্জি শহর অথচ সেখানে এতো যানজট নেই ।

তারা একটি প্রোগামের আওতায় চলে বলে তাদের যানজট নাই। আমাদের প্রোগ্রাম করতে অসুবিধা কোথায় বুজিনা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।