সাধারণ মানুষ আমি নই কোন রোমিও, তবে জুলিয়েট নও তুমিও একদিন হঠাত্ করে তোর সবকিছু মনে পড়বে ।সেই আমি তোকে কতটা পাগলের মত ভালোবেসেছিলাম । রাতের আধাঁরে জানালার গ্রিলটাটাকে জড়িয়ে তখনো তোর মাঝে থাকবে চরম একাকিত্ব ,কি অসহ্য কষ্ট আর শুন্য বুকের হাহাকার ! হয়তো সেদিন আমি পৃথিবীর মহাব্যস্ত কোন একজন কিংবা আজকের সেই পুরোনো কিশোর !জানি দুপ্রান্ত থেকে দুটো আত্না তখন শিকলে বাঁধা বন্দির মত ছটফট করবে ! তবুও তোকে অকৃত্রিম ভালোবেসে যাবো । ভালোবাসা যে স্বার্থহীন ,স্বর্গীয় ! একদিন হঠাত্ করে তোর সবকিছু মনে পড়বে ।সেই আমি তোকে কতটা পাগলের মত ভালোবেসেছিলাম । রাতের আধাঁরে জানালার গ্রিলটাটাকে জড়িয়ে তখনো তোর মাঝে থাকবে চরম একাকিত্ব ,কি অসহ্য কষ্ট আর শুন্য বুকের হাহাকার ! হয়তো সেদিন আমি পৃথিবীর মহাব্যস্ত কোন একজন কিংবা আজকের সেই পুরোনো কিশোর !জানি দুপ্রান্ত থেকে দুটো আত্না তখন শিকলে বাঁধা বন্দির মত ছটফট করবে ! তবুও তোকে অকৃত্রিম ভালোবেসে যাবো । ভালোবাসা যে স্বার্থহীন ,স্বর্গীয় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।