আমাদের কথা খুঁজে নিন

   

লেট ম্যাডাম, ভাষন দিতেও লেট

লেট ম্যাডাম যিনি ঘুম থেকে উঠেন ১২ টায়। টাইম মত সব সময় সব কাজ করতে, সব এপয়েনমেন্ট রক্ষা করতে পারেন না ... আজকে ভাষন দিতেও লেট করে ফেলেছেন। মাগরিবের আজান চলাকালিনও তার ভাষন শেষ হয় না, এর পরও ৭-৮ মিনিট ধরে চলল তার ভাষন। কাছাকাছি যারা ছিলেন তারা কি বলতে পারবেন, স্টেজে বসা জামাত নেতারা তখন জামাতে দাড়িয়ে গিয়েছিল কি না ? অন্য কোথাও এই রকম হলে হুজুরেরা বলত ... 'ইসলাম গেল ... ইসলাম গেল'। ম্যাডামের এই লেটের ঘটনা নতুন না। উইকিলিকস এর ফাঁস করা তথ্য থেকে জানা যায়, বিগত জ়োট আমলে প্রধান মন্ত্রীর ভারত সফর কালে,ভারতের রাষ্ট্রপতি এ পি জে আবুল কালামের সঙ্গে বৈঠকের সময়,খালেদা জিয়া নির্ধারিত সময়ের ২০ মিনিট দেরিতে পৌঁছান! (সূত্র-প্রথম আলো ১৩-৯-১১)। এর কারনে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেক কিছু এলোমেলো হয়ে যায় এবং সে সফরে অনেক ব্যাপার সমাধান হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।