আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আলিঙ্গন

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে... নিগুঢ় আলিঙ্গনে আবদ্ধ দুটি শরীর ধুক পুক করতে থাকা হৃদয়। বাতাসে চুলের ঘ্রাণ, থমকে যাওয়া সময়। চারপাশে বিদায়ের করুণ সুর বিমর্ষ, বেদনাহত একটি মুখ অন্যটি অশ্রু টলমল শেষবারের মতো হাতে হাত। মৌন চাহনি।

চিনচিনে একটা ব্যথা বিচ্ছিন্ন হওয়ার শিরা থেকে শিরায় হৃদয় হতে হৃদয়। হঠাৎ হাত থেকে হাত ছেড়ে যাওয়া থমকে থমকে ঘুরে দাঁড়ানো। ধীর, ক্লান্ত পায়ে, জীবন পথে পা বাড়ানো। এক হৃদয় মেঘ চোখের পাতা বৃষ্টি নিংড়ানো। ফিরে ফিরে চাওয়া পথ চলতে চলতে বিদায়ের সেই ক্ষণ।

শেষ আলিঙ্গন! ... সকালে কাজে যাওয়ার পথে দেখা একটা দৃশ্যের উপর ভিত্তি করে লেখা। লেখাটা লিখবার সময় ফাইরুজের নীচের গানটা শুনছিলাম। কন্ঠে এমন আবেগ আর কি প্রচন্ড রকমের ব্যাথা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।