আমাদের কথা খুঁজে নিন

   

মম খেলার সাথি

.......... ভাল মন্দ মিলিয়ে আমার যাচ্ছে কেটে দিন, পরাধিনতায় বন্ধি আমি শুধু সময় খুব স্বাধিন। সুখগুলো যা অতীত হলো সময় নদীর স্রোতে, কান্না আমার সঙ্গ নিলো আপন কর্ম ব্রোতে। উদাসীনতা ভর করেছে আমার হিয়ার মাঝে, এখন আর আমি ঊষা দেখিনা; সকাল কিংবা সাঁঝে। অজান্তেই দিন কেটে যায় ছন্দ সুর ছাড়া, কোলাহলে আজ আর মাতেনা আমার সুখের পাড়া। অভিমানি আজ সেজেছে হৃদয় সুখ কী বুঝেনা, উদাসীনি এই সুখগুলো আর আমায় স্মরেনা। আমি আজ একলা পথিক একাই পথ চলি, সুখ নেই বলে কি হয়েছে ব্যথা নিয়েই খেলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।