আমাদের কথা খুঁজে নিন

   

আপনি যখন ফরিদপুরে

ফরিদপুরে ঠুকেই আপনার মনে হবে বাহ অসাধারণ। আমাদের দেশের যে কজন মন্ত্রী হন তাদের অধিকাংশ ফরিদপুররে এবং তারা যে বড় মন্ত্রীত্ব পান তার স্বাক্ষর এখানে আসলে আপনার চোখে পড়বে , আর সেটা হল অসাধারণ হাই ওয়ে । আমি সেই অসাধারণ হাই ওয়ের পাশ দিয়ে হাটতে শুরু করলাম । এখানে রাস্তায় রিকসা নাম মাত্র তার বিপরীতে জায়গা নিয়েছে অসংখ্য অটো । তাই আপনি এখানে রিকসা চড়ার আনন্দ থেকে বঞ্চিত হবেন।

যা হোক আমার হাটা চলছে । বাংলাদেশের প্রাচীন এবং বৃহৎ শহরের মধ্যে ফরিদপুর একটি শুধু তাই নয় এদেশের যে কটি শহরে মুটামুটি সব ব্যংকের শাখা আছে ফরিদপুর তার একটি। হাটতে হাটতে আমি একসময় ছায়া ঘেরা এক জায়াগাতে চলে এলাম মনটা ভালো হয়ে গেল এই ভেবে এখানে বোটানিকাল গার্ডেন আছে । ভাবলাম একবার যে কদিন আছি এখানে আসা যাবে । চার পাশ ঘেরা বিশাল উদ্যান ।

উদ্যানের নাম দেখার জন্য গেটের সামনে এগিয়ে গেলাম । এবং বিশাল একটা ধাক্কা খেলাম আমি যেটাকে উদ্যান ভেবেছি সেটা কোন উদ্যান নয় সেটা এখান কার কারাগার । কারাগারের ফটকে একটা কথা লেখা আছে কিন্তু সেটা মনে করতে পারছি না এই মুহূর্তে । একটা প্রশ্ন মাথায় এলো কারাগার গুলো এতো ছায়াঘেরা হয় কেন । ফরিদপুরের যেটা সবথেকে আমাকে মুগ্ধ করলো সেটা হল জেলা প্রশাসনের কার্যালয় ।

এক কথায় অসাধারণ । আমার বিশ্বাস অন্য কোন জেলাতে এত ভালো প্লানিং করে কোন জেলা প্রশাসনের কার্যালয় নেই। এর থেকে যেটা আমাকে অবাক করল সেটা হল জেলা প্রশাসকের বাস ভবন । বিশাল জায়গা নিয়ে জেলা প্রশাসকের বাসভবন পদ্মা দাড়িয়ে আছে। আমার বিশ্বাস একবার যারা এসব জায়গাতে থাকেন তারা অবসরের পর শান্তিতে ঘুমাতে পাড়েন না ।

যাই হোক ব্যস্ত এই শহরে ব্যস্ততা থাকলেও প্রান নেই । কালচার অনুষ্ঠানের দিক থেকে ফরিদপুর অনেক পিছিয়ে । রাস্তায় হাটতে হাটতে আপনি একসময় বোরিং বোধ করবেন কেন করবেন সেটা আপনি এখানে এসে হাটলেই উপলব্ধি করতে পারবেন । আর যেটা না বললেই নয় এতো বড় শহবে কোন সাইবাক ক্যাফে নেই !!!! অনেক মাইল দূরে একটা সাইবার ক্যাফে পেয়েছি এবং সেখানে বসেই এই লেখা । কেবোর্ডের অবস্থা ভালো নয় একট শব্ধ লেখত্ই দশবার টাইপ করতে হচ্ছে ।

তো চলে আসুন ফরিদপুর কোন একদিন বেড়াতে কিন্তু কোন জব নিয়ে নয় । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।