জানো,অর্ধ মৃত মানুষ আমি ! বলতে পারিনা....পারিনা শুনতেও শুধু অবোধ দৃষ্টিতে তাকিয়ে থাকা... অনন্তে....। দৃষ্টির সমস্যা হল, অন্য দৃষ্টির করুনা, সে খুব সহজেই টের পায়। আমি তো করুনা চাইনি.... চেয়েছিলাম তোমাদের সময়ের অংশিদার হতে। কৌশলে এড়িয়ে যাওয়া একজন হতে চাইনি, চেয়েছিলাম বন্ধু হয়ে তোমাদের হাতে হাত রাখতে। সবার মতোই আমার শরীরেও বসন্ত এসেছে সময়ের আবর্তনে.... হিংস্র নেকড়েদের লোভি দৃষ্টিতে শরীরের মধ্যে যে সচল হৃদয় চিৎকার করে তা মরে অহর্নিস হৃদয়ের কন্ঠকবাট বন্ধ আজও প্রকৃতির নিয়মে। "আমি মানুষ হয়ে বাঁচতে চাই" এটা কি খুব অমুলক চাওয়া, খুব কি অপরাধ !!! স্বপ্ন পুরুষের দেখা পেলে বলতাম, তোমার শুভ্র আলো, আমায় দাও হে পুরুষ... জড় মাংস পিন্ড হতে আমাকে মানুষ কর। আমাকে বলতে দাও... আমিও স্বপ্ন দেখি একটা ছোট্ট ঘরের, ছোট ছোট পায়ের ছাপ যেখানে দুষ্টুমি করে অবলীলায়। একবারের জন্যে হলেও উচ্চারন করতে চাই "ভালবাসি".....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।