ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। আরো একটি মাস,
আরো একটি ভালোলাগা।
আরো একটি মিলনের স্মৃতি,
আরো একটি বাসর রাত জাগা।
এসো স্বপ্ন বুনি
এসো আবদ্ধ হই দৃঢ় সংকল্পে।
এসো হাতে হাত ধরি
এসো জীবনকে রচি এক অনিন্দ্যসুন্দর গল্পে।
আরো একটি মাস
আরো একটি বিরহের দিন।
আরো একটি না পাওয়ার বেদনা
আরো একটি পাঁজর জুড়ে ব্যাথা চিনচিন।
এসো তারার দেশে যাই
এসো ভাসি অভিকর্ষহীন মহাশুন্যে।
এসো দুরন্ত বেগে ছুটি
এসো উৎসর্গ করি দুজনকে দুজনের জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।