আমাদের কথা খুঁজে নিন

   

আমার তিন গোয়েন্দা কালেক্শন

দিন আগে খুব কাছের বন্ধু চরম বাশ দিলো আমাকে। কাউকে বিশ্বাস করতে পারছি না এখন। টিনটিনকে বলেছিলাম তার সাথে তিন গোয়েন্দা বইয়ের পাল্লা দিবো সে ছবি তুলে দিছে, আমি লিস্ট করে দিলাম। এক ঢিলে দুই পাখি মারা হবে। টিনটিনের সাথে পাল্লাও হবে আর আমার বইয়ের একটা তালিকাও করা হবে।

ভলিউম ১ প্রথম খন্ড ( তিন গোয়েন্দা, কন্কাল দ্বীপ, রূপালী মাকড়সা) ভলিউম ২ দ্বিতীয় খন্ড ( ছায়াশ্বাপদ, মমি, রত্নদানো) ভলিউম ২ প্রথম খন্ড ( প্রেতসাধনা, রক্তচক্ষু, সগরসৈকত) ভলিউম ২ দ্বিতীয় খন্ড ( জলদস্যুর দ্বীপ ১ ,২ , সবুজ ভুত) ভলিউম ৩ প্রথম খন্ড (হারানো তিমি, মুক্তোশিকারী, মৃত্যুখনি) ভলিউম ৩ দ্বিতীয় খন্ড (কাকাতুয়া রহস্য, ছুটি, ভূতের হাসি) ভলিউম ৪ প্রথম খন্ড ( ছিনতাই, ভীষণ অরণ্য ১ , ২ ) ভলিউম ৪ দিতীয় খন্ড (ড্রাগন, হারানো উপতক্যা, গুহামানব) ভলিউম ৭ ( পুরানো শত্রু, বোম্বেটে, ভূতূড়ে সুড়ঙ্গ) ভলিউম ১০ (বাক্সটা প্রয়োজন, খোড়া গোয়েন্দা, অথৈ সাগর ১ ) ভলিউম ১১ ( অথৈ সাগর ২, বুদ্ধির ঝিলিক, গোলাপী মুক্তো) (এই বই টা দুইবার আছে ) ভলিউম ১২ ( প্রজাপতির খামার, পাগল সংঘ, ভাঙা ঘোড়া) ভলিউম ১৪ ( পায়ের ছাপ, তেপান্তর, সিংহের গর্জন) ভলিউম ১৫ (পুরানো ভুত, জাদুচক্র, গাড়ীর জাদুকর) ভলিউম ১৬ ( প্রাচীন মূর্তি, নিশাচর, দক্ষিনের দ্বীপ) ভলিউম ১৭ (ঈশ্বরের অশ্রু, নকল কিশোর, তিন পিশাচ) ভলিউম ১৮ ( খাবারে বিষ, ওয়ার্নিং বেল, অবাক কান্ড) ভলিউম ২০ ( খুন, স্পেনের জাদুকর, বানরের মুখোশ) ভলিউম ২১ ( ধুসর মেরু, কালো হাত, মূর্তির হুংকার) ভলিউম ২২ ( চিতা নিরুদ্দেশ, অভিনয়, আলোর সংকেত) ভলিউম ২৭ ( ঐতিহাসিক দুর্গ, রাতের আঁধারে, তুষার বন্দি) ভলিউম ৩২ ( প্রেতের ছায়া, রাত্রি ভয়ংকর, খেপা কিশোর) ভলিউম ৩৩ ( শয়তানের থাবা, পতঙ্গ ব্যবসা, জাল নোট) ভলিউম ৩৭ ( ভোরের পিশাচ, গ্রেট কিশোরিয়াসো, নিখোঁজ সংবাদ) ভলিউম ৩৯ ( বিষের ভয়, জলদস্যুর মোহোর, চাঁদের ছায়া) ভলিউম ৪২ (এখানেও ঝামেলা, দুর্গম কারাগার, ডাকাত সর্দার) ভলিউম ৫৩ (মাছেরা সাবধান, সীমান্তে সংঘাত, মরুভুমির আতংক) ভলিউম ৬৪ (মায়াপথ, হীরার কার্তুজ, ড্রাকুলা দুর্গে তিন গোয়েন্দা) ভলিউম ৬৫ ( বিড়ালের অপরাধ, রহস্যভেদী তিন গোয়েন্দা, ফেরাউনের কবরে) ভলিউম ৬৬ ( পাথরে বন্দী, গোয়েন্দা রোবোট, কালো পিশাচ) ভলিউম ৬৭ (ভূতের গাড়ী, হারানো কুকুর, গিরিগুহার আতংক) ভলিউম ৬৮ (টেরির দানো, বাবলি বাহিনী, শুটকি গোয়েন্দা) মঞ্চভীতি তিন বিঘা ছদ্মবেশী গোয়েন্দা জবরদখল গেল কোথায় কিশোর জাদুকর নিষিদ্ধ এলাকা প্রত্নসন্ধান মানুষ ছিনতাই সোনার খোজে বাংলাদেশ থেকে আলাস্কা হিমছড়ির দানব বাংলাদেশে নতুন হেডকোয়ার্টার আমি তিন গোয়েন্দা পড়া শুরু করেছি ক্লাস থ্রী থেকে এবং তিন গোয়েন্দা দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু বলা যায়। প্রথম বই ছিলো " পুরানো কামান" তখন আমার বড়আপু বই কিনতো। বই পড়তে অনেক ভালো লাগতো কিন্তু বইয়ের মর্যাদা বুঝতাম না। আমার বড়আপুর এক বন্ধুকে আমি প্রায় ৫০ টার মত বই এমনি দিয়ে দিয়েছিলাম এছাড়াও যারা বই চাইতো এমনি দিয়ে দিতাম,কখনো ফেরত নেইনি। এখন খুব কষ্ট লাগে, এখানে যত বই তার বেশিরভাগই পরে নিজে কিনেছি।

এখন কাউকে বই দেওয়া তো দূরের কথা আমার বইয়ের দিকে তাকাতেও দেই না। আপাতত তিন গোয়েন্দা কালেক্শন দিলাম। এরপর অন্য কালেক্শন দিবো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।