আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! ভার্সিটিতে গোলমাল চলছে সকাল থেকেই । আমি গেলাম আর আটকা পড়লাম। মেইন গেইট বন্ধ করে দেওয়া হল যেন ছাত্ররা বাইরে বের হতে না পারে । আমার এই রকম পরিস্থিতিতে খুব ভয় লাগে । আমি খুব সাহসি নই ।
আর এরকম অবস্থার সাথে আমি একদম পরিচিত নই । ভয় তো লাগবেই । যখন আটকা পড়লাম আমর আসলেই খুব ভয় করছিল । মনে হচ্ছিল আর বুঝি ফিরে যাওয়া হবে না । যখন এদিক ওদিক দৌড়াচ্ছিলাম বারবার তোমার কথা মনে পড়ছিল।
মনে হচ্ছিল আর বুঝি তোমাকে দেখা হবে না । তোমার ঐ মুখটা বুঝি আর দেখতে পারবো না । সত্যিই কি আর দেখা হবে না । যদি দেখা না হয় ? তাহলে ? এখনও তোমার হাতটাও আমি ভাল করে ধরি নি ! এখনও তোমার ঐ ঠোটে চুমো খাওয়া হয়নি ! এখন যদি আমি মরে যাই তাহলে আমি তো মরেও শান্তি পাবো না ।
তখন বারেবার মনে হচ্ছিল তোমাকে যদি একটি বার দেখতে পারটাম !! অন্য আর কিছু তখন আমার মনে আসে নি ।
কেবল একটি বার তোমাকে দেখার প্রয়াস জেগেছিল । আল্লাহ অসংখ্য ধন্যবাদ , এই জন্য নয় যে আমি ভালভাবে বাসায় পৌছাতে পেরেছি বরংএই জন্য যে তোমাকে আর একটি বার দেখার জন্য তিনি এখনও আমাকে জীবিত রেখেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।