বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে অল্পের জন্য রক্ষা পেলেন বিকল হয়ে যাওয়া একটি বাসের ভেতরে থাকা কমপক্ষে ২০ যাত্রী। নিজের জীবন বাঁচাতে বাসচালক পালিয়ে গেলেও হেলপারের সাহসিকতায় ভয়াবহ এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে আজিমপুর-উত্তরা রুটের সূচনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরা থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল। বাসটি মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ করেই রেললাইনের ওপরে ইঞ্জিন বন্ধের পর অচল হয়ে যায়।
চালক অনেক চেষ্টা করেও বাসটি সচল করতে পারছিলেন না। এ সময় রেললাইনের বনানী প্রান্ত থেকে শোনা যায় ট্রেনের হুইসেল। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা। ঘটনাস্থলে এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তারাও বাসটি রেললাইনের ওপর থেকে সরানোর চেষ্টা করেন।
কিন্তু কাজ হয়নি। দ্রুতগামী ট্রেন তখন আরো কাছে চলে এসেছে। এ অবস্থায় যাত্রীরা প্রাণ রক্ষার জন্য বাসের দরজা ও জানালা দিয়ে লাফিয়ে হুড়মুড় করে নামতে শুরু করেন। এক পর্যায়ে যাত্রীদের সঙ্গে বাসচালকও নেমে পালিয়ে যান। তখনো বাসের ভেতরে নারী শিশুসহ কমপক্ষে ২০ যাত্রী ছিলেন।
তারাও বাস থেকে নামার চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে ট্রেনটি খুব কাছাকাছি এসেছে। অবস্থা এমন যে, আর একটু হলেই যাত্রীসহ বাসটিকে উড়িয়ে নিয়ে যাবে দ্রুতগামী ট্রেনটি। ভেতরে তখন চলছে যাত্রীদের আর্ত-চিৎকার। রাস্তার ওপরে পুলিশ মুহুর্মুহু বাঁশি বাজিয়ে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন।
পথচারীরা যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন বাসের হেলপার বাবু। সাহসিকতার সঙ্গে তিনি বসেন চালকের আসনে। এরপর আপ্রাণ চেষ্টা করে অসাধ্য সাধন করেন। তিনি ট্রেনটি চলে আসার কয়েক সেকেন্ড আগে বাসটিকে রেললাইনের ওপর থেকে সামান্য পেছন দিকে
সরিয়ে নিতে সক্ষম হন।
এরপরই দ্রুতগামী ট্রেনটি ক্রসিং অতিক্রম করে ছুটতে থাকে কমলাপুরের দিকে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়েন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বিপ্লব রায় বলেন, মারাত্মক একটি দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেল। হঠাৎ করেই বাসটি বিকল হয়ে যায়। এটা হতেই পারে।
কিন্তু বাসচালকের পালিয়ে যাওয়া ঠিক হয়নি। পরে হেলপার বাবুর সাহসিকতায় সবাই রক্ষা পেয়েছেন। এক্ষেত্রে বাসটি পুরোপুরি বিকল হয়ে যায়নি। ট্রেন চলে যাওয়ার পর বাবুই বাসটি চালিয়ে নিয়ে গেছে।
চালকের আসনে হেলপার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।