সোমবার এ মামলার ২৪৩ পৃষ্ঠার রায়ের দ্বিতীয় অংশে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।
মামলার আসামি গোলাম আযম রায় ঘোষণার সময় কাঠগড়াতেই উপস্থতি রয়েছেন, যাকে একাত্তরের যুদ্ধাপরাধের পেছনের মূল ব্যক্তি হিসাবে অভিযুক্ত করা হয়েছে।
একাত্তরের সেই হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।