আমাদের কথা খুঁজে নিন

   

দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

এরা হলেন কুড়িগ্রাম পৌরসভার পাইকপাড়ার মনছুর আলীর ছেলে দিলদার হোসেন (৪০) এবং একই এলাকার আব্দুস সামাদ আলীর ছেলে আলী আশরাফ হোসেন মিলন (৪৫)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ভারতীয় চৌধুরিহাট ক্যাম্পের টহলরত বিএসএফর জোয়ানরা তাদের নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন রামখানা বিওপির নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, পশ্চিম রামখানা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৯ নং মেইন পিলারের পাশে নো-ম্যানস ল্যান্ড থেকে তাদের ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে এবং আটকদের ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে, এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।