আমাদের কথা খুঁজে নিন

   

রায় আবেগতাড়িত, আপিল করব: রাজ্জাক

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মোট ৯০ বছরের কারাদণ্ড দেয়।
রায় ঘোষণার পর তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “এই রায়ে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। আজ আইনের জন্য এটি একটি কালো দিবস। ”
রায়কে ন্যায়ভ্রষ্ট ও আবেগতাড়িত আখ্যায়িত করে এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন তিনি।
“আমরা অবশ্যই আপিল করব।

আপিলের যথেষ্ট গ্রাউন্ড আছে। ”
এ মামলায় গোলাম আযমের পক্ষে একমাত্র সাক্ষী তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এ রায় নায়ভ্রষ্ট। আমরা আপিল করব। ”
রায়ে ‘ক্ষুব্ধ’ হলেও ‘বিস্মিত নন’ বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযম যুদ্ধের সময় দলটির নেতৃত্ব দেন।


যুদ্ধাপরাধে তার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রায় প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ, যে মঞ্চটি গড়ে উঠেছিল যুদ্ধাপরাধে আরেক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির না হওয়ার ক্ষোভ থেকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।