সোমবার সকাল ১১টার দিকে ধোপাডাঙ্গা মোড়ে এ হামলা নিহত আব্দুল আজিজ সখিপুর ইউনিয়নের ৪নং পাঁচপোতা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চক্রবর্তী সাংবাদিকদের জানান, জামায়াত-শিবিরের হামলায় আহত আওয়ামী লীগকর্মী বেল্লাল হোসেনকে দেখার জন্য বাড়ি থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলেন আব্দুল আজিজ।
সকাল ১১টার দিকে দেবহাটার ধোপাডাঙ্গা মোড়ে পৌঁছালে একদল যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা আজিজকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আজিজের উপর জামায়াত শিবির হামলা করেছে নাকি অন্য কোনো কারণে হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, জামায়াত-শিবিরই হামলা চালিয়ে আজিজকে হত্যা করেছে।
তবে উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান মুকুল দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষরা আব্দুল আজিজকে পিটিয়ে হত্যা করেছে।
এখন এর দায় চাপানো হচ্ছে জামায়াতের নেতাকর্মীদের উপর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।