আইরে বাঙ্গাল সঙ্গে আয় বানরের পা চাটতে যাই মনমোহনের চামচা মোরা সুখে দুখে বাঁচতে চাই। কিচ্ছু পাইনা তবুও যাই ভোট দিতে তো মানা নাই, ভোটের পরে লাথি খাই শত হলেও বাঙালি ভাই। দেশ তো দিছি বিক্রি কইরা দামও পাইছি পকেট ভইরা, আগামী বার আবার আমু তোদের উপর শাসন করমু। তোরা হইলি জনগন এক এ ভেদা দুইয়ে মদন। দাড়ি রাখতে পারবি না বোরখা পড়তে পারবি না, স্কার্ট পইরা শুধু চলবি ভারতবাসী গোলামি করবি ভারত আমগো মা-বাপ যুদ্ধের(মুক্তিযুদ্ধ) কথা বাদ রাখ রক্ত দিছস তাতে কি তিরিশ লাখ? এইটা কি? তিরিশ লাখের বেইল নাই ভারত ছাড়া গতি নাই ঘরে ঘরে আসন(পুজোর আসন) বানা জাতির পিতার পুজো বাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।