জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল আহ্বান করেছে প্রগতিশীল ছাত্র ও যুব সংগঠন।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হরতালের সমর্থন দেয়নি। গণজাগরণ মঞ্চ থেকে হরতাল সম্পর্কে এখনো কোনো ঘোষণা আসেনি।
প্রথম আলো ডটকমকে হরতাল কর্মসূচি সম্পর্কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ। তিনি জানান, হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হচ্ছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ঐক্য ফোরাম, ছাত্র সমিতি ও জাসদ ছাত্রলীগ।
রায়ে সন্তুষ্ট না হলেও আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরতালের সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গোলাম আজমের বিরুদ্ধে এ রায়ে আমরা সন্তুষ্ট নই। তবে যেহেতু আদালত রায় দিয়েছেন, সেহেতু আমরা এর প্রতি শ্রদ্ধাশীল। তাই হরতালের কর্মসূচিতে আমাদের সমর্থন নেই। আমরা শাহবাগেও আসব না।
’
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, হরতালে তাদের অবস্থান সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।