আমাদের কথা খুঁজে নিন

   

তুমি তো আমাকে বুঝলে না

আমি যদি আমার মনকে নিয়ন্ত্রন করতে পারতাম তাহলে হয়তো জীবনে আমি এত দুঃখ পেতাম না... তুমি তো আমাকে বুঝলে না । । না বোঝার ভীড়ে হারানো আমি কে । । খুঁজলে না, তুমি খুজলে না... তুমি তো আমাকে বুঝলে না ।

। কতই বলেছ আমি পাথর । । কখনো বলেছ কাগজের ফুল, একটুও তাই নেই আতর। সে পাথর চোখ কাদলো কতো অঝরে তুমি দেখলে নাই তাই বুঝলে না... তুমি তো আমাকে বুঝলে না ।

। তুমি তো আমাকে চিনলে না । । সবুজ এই মনকে ভালবাসা দিয়ে কেন জানলে না তুমি তো আমাকে চিনলে না । হৃদয় যদি না হয় রঙ্গিন ।

। । মনের আকাশে কখনও কি আসে রোদ ছায়া মাখা সোনালী দিন ? রঙ করা কাঁচ পারেনা রাঙ্গাতে মন শিখলে না তুমি শিখলে না তুমি তো আমাকে বুঝলে না । । [ মান্না দে ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।