মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় ।। এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় ।। যাযাবর মেঘ মন খারাপের ঘন্টী বাজালো ফ্ল্যাট ফর্মে দাঁড়িয়ে দেখা হয় না কত ট্রেণ আইল আর গেল মনে পড়ে, কৈশোরে ব্যলকনিতে দাঁড়িয়ে নির্ভুল হিসাব করতাম কত বাস আর কত ট্রাক গেল সামনের রাস্তা দিয়ে মিউজিক্যাল মগ হাতে চা , মিনিদের করিডোর ... অপেক্ষার প্রহর কিংবা আমার কৈশোর ! চোখে চোখে বেশ কিছু দিন ধাক্কা লাগলেও কথা আমাদের কখনও হয়নি ! এক বিদ্যুৎ বিহীন রাতে পুর্নিমায় আবিষ্কার করলাম চা'য়ের মগ হাতে মিনি সিঁড়ি ঘরে! মনে মনে ধরে নিলাম - আর কোন সমন্ধ না হোক , এ আমার চা সঙ্গিনী ! সকাল সন্ধ্যা মধ্য রাতে ৩ বেলা চা খাওয়া হত এক পলক দুরত্যে ! মাস তিনেক গড়াতেই আরেকটি পুর্নিমা রাত হাতের ইশেরায় কি যেন বলতে চাইল আমি বুঝতে পারিনি ! পরের দিন সকালে দেখলাম পড়পড় করে উঠে গেল সিঁড়ি ঘরে দেয়াল । দেয়ালের ঐ পাড়ে চা'য়ের মগ হাতে মিনিকে ভেবে কেটে গেল আরো তিনটে বছর ! যদিও মিনি নামটা ওঁ জেনেছি তখন পাড়ার ছেলেদের মুখে! মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে হয় - প্রিয় চা সঙ্গিনী , এই অর্ধ-দৈহিক জীবনে আমার একমাত্র প্রেম বলে তোমাকেই জানি ! চায়ের নেশাটা আগের চেয়ে একটু বেড়েছে বইকি ! এখন অফিসে ৩ বেলা চা খাওয়া হয় সাড়ে আট টা , সাড়ে দশটা আর দুপুর আড়াইটা ! তুমিও কি ? ~~~// সাজ্জাদ ফরাজী \\~~~
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।