* আগের প্যারোডি । মনের দুঃখে আজ আবারো পোস্ট দিলাম
( কেউ কথা রাখেনি , বিয়াল্লিশ বছর কাটলো , কেউ কথা রাখে না )
শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়,
আমি বরাবরই শব্দান্ধ । তাই আপনার কাছে হাত পাতলাম । আপনার লেখা 'কেউ কথা রাখেনি' কবিতাটা আমি আমার মত করে সাজিয়ে নিলাম । ভুল হলে ক্ষমা করবেন ।
মেঘের ওপারে অনেক অনেক ভালো থাকবেন ।
ইতি
তুশি
কেউ কথা রাখেনি , বিয়াল্লিশ বছর কাটলো , কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বিরাঙ্গনা তার করুণ কাহিনী হঠাৎ থামিয়ে বলেছিল -
কোন এক সুন্দর সকালে বাকিটুকু শুনিয়ে যাবে-
তারপর কত ঊষা গোধুলী চলে গেল , কিন্তু সেই বিরাঙ্গনা
আর এলো না
বিশ বছর প্রতিক্ষায় আছি ।
একদিন এক মুক্তিসেনা বলেছিল , বড় হও সোনামনি
তোমাকে আমি মুক্তিযুদ্ধের ময়দানে নিয়ে যাবো
যেখানে পাকিস্তানি হায়েনা আর বাঙ্গালী বীর সেনানি
যুদ্ধ করে ।
মুক্তিসেনা আমি আর কত বড় হবো ? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় -
মুক্তিযুদ্ধের ময়দানে নিয়ে যাবে ?
একটি নিঃশ্বাসও শান্তিতে ফেলতে পারিনি কখনো
গাড়িতে লাল সবুজের পতাকা দেখিয়ে দেখিয়ে ঘুরেছে পাকিস্তানি দালালেরা
রাজপথে দাঁড়িয়ে ঝাপসা চোখে দেখেছি -
ভিতরে নগ্ন উৎসব
মুক্তিযোদ্ধাদের রক্তের বন্যা বইয়ে দেওয়া রাজাকারেরা
কুৎসিত আমোদে হেসেছে
আমাদের তারা মানুষ মনে করেনি -
এক মুক্তিসেনা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন
দেখিস একদিন আমরা ওদের ঠিকই হটিয়ে দিবো
সেই মুক্তিসেনা এখন পরপারে, আমাদের দেখা হয়নি কিছুই
সেই মায়ের শাড়ির আঁচল , সেই বাবার ধুঁকতে থাকা প্রাণটা
আমায় কেউ ফিরিয়ে দেবে না ।
হাতের মধ্যে ব্যালট পেপার রেখে নেতা বলেছিল
যেদিন আমার দলকে ভোট দিবে
সেদিন যুদ্ধাপরাধীর বিচার হবে ।
বিচারের জন্য আমি নতুন করে জেগে উঠেছি
দেশদ্রোহীদের মুখে ঘৃণার থুথু ছুড়েছি
সারা বাংলা তন্ন তন্ন করে খুঁজে এনেছি বীর সেনাদের -
তবু কথা রাখেনি নেতারা , এখন তাদের হাতে ভোটের গন্ধ
এখনো সে যে-কোন নেতা
কেউ কথা রাখেনি , বিয়াল্লিশ বছর কাটলো , কেউ কথা রাখে না — ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।