আমার জগত শুধুই তোমার মিয়াও অনেক মনে পড়ছে তোমাকে জানিনা তুমি কোন আকাশে কোন তারার মাঝে লুকিয়ে আছ আমি আজ এই রাতে তোমাকে দেখতে চাই কিন্তু কোন তারাটা তুমি? ঐ যে যেটা আমাকে দেখিয়ে দেখিয়ে হাসছে???? তোমাকে আমিও আজ শুনাচ্ছি আমার এই গান তুমি শুনছ ?? শুন তাহলে .।.।.।.।.।.।.।.। আমাকে ছেড়ে দিও আমাকে আমার মত করে আমাকে ছেড়ে দিও, তোমার সময় নিয়ে বেচে থাকি বন্ধু, বেচে নাহয় নাই রই বেচে থাকব বন্ধু অনেক বেশি তোমায় নিয়ে বেচে আছি বন্ধু, এই হয়ত অনেক বেশি অনেক বেশি ও আকাশ যা নিতে চাও দিয়ে দিলাম , কিছুই আজ আমার নয় ও বাতাস , তোমায় চেয়েছিলাম আমার অংশ করে তুমি আমায় ছেয়েছিলে আমারই জীবন স্পরশে করে একেলা আজ আমি তাই তোমায় ছেড়ে দিলাম তোমার করে আমার মনের আর্তনাদ করে, আমার আর্তনাদ এ তোমার হয়ে যে গল্প শুরু করেছিলাম তোমায় নিয়ে আমার হাতে আজ তা শেষ হবে আমার শেষ দিয়ে আমায় শেষ করে আমার চিতায় মাথা উঠতে যেন তোমায় কোলে ফিরে যাই আমার হয়ে এভাবেই যেন আমি তোমার হয়ে যাই এই আশায় বেচে আছি বন্ধু, এই হয়ত অনেক বেশি অনেক বেশি কিছু চাওয়া বেশি নয় , কিছু চাওয়া বাকি নেই , যা কিছু পাওয়ার নয় যা পেয়েছি দিলাম তোমায় , যা পেয়েছি অনেক বেশি অনেক বেশি বেচে থাকব বন্ধু অনেক বেশি তোমায় নিয়ে বেচে আছি বন্ধু তোমায় নিয়ে, এই হয়ত অনেক বেশি অনেক বেশি তোমারই দীপ , মিয়াও (সঞ্চিতা ) কে বিঃ দ্রঃ খুব তার কাছে যেতে ইচ্ছে করছে ??? কবে যাব??????? কবে????? কোন তারায় আছে সে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।