আমাদের কথা খুঁজে নিন

   

সরি আল্লামা সাঈদী: রনি

লিখতে ভালোবাসি যাস্ট এম এ আহাদ শাহীন : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আযমের ৯০ বছরের কারাদন্ডের রায় ঘোষণার পর অন্য আসামীদের রায়ের ব্যাপারেও সংশয় প্রকাশ করেছেন তরুণ সাংসদ গোলাম মাওলা রনি। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়ের পর ফেসবুকের ওয়ালে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার দুপুরে তার ফেসবুকের ওয়ালে দেয়া স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল। আমরা ৭০ এর দশক থেকেই গোলাম আজমের ফাঁসির দাবি শুনে আসছি আর তখন দেশবাসী সাঈদী বা কাদের মোল্লার নামও জানতো না।

এই রায়ের পর নিশ্চিন্তে বলা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর কী হবে কারণ সাফাই সাক্ষী দেবেন সালমান এফ. রহমান। এই লোকটিকে যখন বড় বড় জায়গায় আমাদের মাথার ওপর দেখি তখন আর যুদ্ধ অপরাধীর বিচার চাওয়ার নৈতিক মনবল থাকে না। শেয়ারবাজার ব্যাংক কেলেঙ্কারিসহ নানা ঘটনায় সরকারকে বিব্রতকারী যদি সরকারের কলিজার ওপর দাপায় বেড়ায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদবে একাই স্বাভাবিক। আজ বাঙালি জাতির কতিপয় দূর্বৃত্তদের জুলুম, অবিচার ও না ফরমানী দেখে স্বয়ং ইবলিশ শয়তান এদেশ ছেড়ে পালিয়ে গেছে আর যাবার সময় অবাক বিস্ময়ে বলে গেছে- হায় আল্লাহ! ওরা এসব শয়তানী শিখালো কি করে? এদেশে থাকলে আমাদের শয়তানী চরিত্র কলুষিত হয়ে পড়বে এবং আল্লাহ্র ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে পড়বে… হে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি আপনার কাছে মাফ চাই। আপনাকে আসলেই চাঁদে দেখা গিয়েছিল।

আমরা বুঝতে পারিনি। সরি… বুঝলাম না কেন কইলো এইটা সুত্র :: অলশেয়ারনিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।