আমাদের কথা খুঁজে নিন

   

শ র ৎ এসেছে

আজকাল সকলেই ক্রেডিট কার্ড নিয়ে চলাফেরা করে মেয়েদের গয়নাও আসল সোনার নয় । তুমি স্যরি না বলে, তার বদলে আমাকে একটা চুমু দিলে বেশি খুশি হই । মানুষের মন খুব বেশী জটিল আজও মানুষের মনের সব রহস্য বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে নি । ধর্মের সব নির্দেশ কি সব সময় মানূষ অক্ষরে অক্ষরে পালন করতে পারে ? চুমু চাইতেই হিমি বলল, এক মাস সিগারেটটা বন্ধ রাখো ততদিনে ঠোঁট থেকে নিকোটিন উঠে যাবে- তারপর কাছে এসো, আপত্তি করবো না । আমি তোমাকে ভালোবাসি- পুরুষেরা যখন তখন এই কথাটা উচ্চারণ করে, অথচ তার মানেই জানে না ।

তারা ভাবে, এই কথাটা শুনলেই মেয়েরা একেবারে গলে যাবে । কনকনে বাতাস আমার শরীর কাঁপিয়ে দেয় এমন ঠান্ডায় কবিত্ব করা যায় না । ( এক আকাশ ভালোবাসা নিয়ে এই কবিতাটি উৎসর্গ করা হলো- ফরিদা সুলতানা রুমা কে । আজ রুমা'র জন্মদিন । সে খুব ভালো চা বানাতে পারে ।

রুমা কত ভালো একটি মেয়ে তার একটি উদাহরন দেওয়ার লোভ সামলাতে পারছি না । রাত দু'টা বাজেও যদি তাকে বলা হয় এক কাপ চা করে দিবে, সে হাসি মুখে চা করে দিবে । একটুও বিরিক্ত হবে না । রুমা ভালো থাকুক । ভালো থাকুক রুমা'র সমস্ত প্রিয় মানুষেরা।

শুভ জন্মদিন রুমু । ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।