আমাদের কথা খুঁজে নিন

   

কী কথা তাহার সনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বলে বাংলাদেশের মিডিয়ার ফলাও করে খবর ছাপা হয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে গতরাতে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীতে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া নৈশভোজে ওবামার সঙ্গে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। খবরটির সত্যতা অনুসন্ধান করতে গিয়ে একটি সাইট থেকে জানতে পারলাম, "যখন সংবর্ধনা অনুষ্ঠান থেকে দুই নেতা বের হয়ে আসছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চমৎকার বক্তব্য রাখার জন্য ওবামার প্রশংসা করেন।" এর জবাবে ওবামা বলেছেন, "ঠিক আছে তবে বক্তৃতা একটু দীর্ঘ হয়েছে।.... আপনি এবং আপনার সরকার নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস দমনে খুব ভালো করছেন।" আপনারাও দেখুন এই হলো প্রকৃত ঘটনা। ওবামার দর্শন ও দু'একটি কথা বলার জন্য আমাদের প্রধানমন্ত্রী কতটা লালায়িত তা প্রকাশ পেয়েছে এ ঘটনার মধ্য দিয়ে। নিউ ইয়র্ক থেকে ফিরে এ ঘটনাটিকেই হয়তো তার সেরা সাফল্য বলে দাবি করবেন শেখ হাসিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।