আমাদের কথা খুঁজে নিন

   

এসো কাশফুল বনে, প্রকৃতির ভালোবাসায়।।

* আমি খুজে বেড়াই নিজেকে * ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতুকে চেনার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি ঋতুর গতি প্রকৃতি সম্পূর্ণ আলাদা। প্রকৃতিতে নয়ন বুলিয়ে বলে দেয়া যায় এখন বাংলা ঋতু বর্ষে কোন ঋতু চলছে। তারপরেও বাংলা মাসের নাম অনেকেই হুট করে বলে দিতে পারেনা। এখনি কি মাস জিজ্ঞেস করলে ক'জন বলতে পারবে এখন আশ্বিন মাস বা শরৎ কাল।

এই শরৎ কাল উপভোগ করতে চাইলে কাশফুলের কাছে যেতেই হবে। যান্ত্রিক নাগরিক জীবনে প্রতিযোগিতামুলক শত ব্যস্ততায় হাঁপিয়ে উঠেছেন হয়ত, কিংবা হয়ত ভাবছেন হাঁপিয়ে উঠেছি নাকি! কারন সেটুকু উপলব্দি করার সময় টুকুও হয়ত হচ্ছে না। যাই হোক যারা ভাবছেন একটু ভিন্ন পরশ পেলে ভালই হতো। হয়ত ভাবছেন কোথায়ও থেকে ঘুরে আসবেন, সেই সময় কই। প্রকৃতি আপনাকে যে সেই সুযোগ করে রেখেছে আপনার আমার চোখের সামনে তা এতটা সহজলভ্য যে এর কোনো কৃতিত্ব আমরা দিতে পারিনা।

ঢাকায় যারা থাকেন, খুব সহজেই সেই দান উপভোগ করতে পারেন। একটু খানি স্বস্তির পরশ পেতে চলে আসুন কাশফুল বনে। শ্বেত শুভ্র কাশফুলের নরম দৃষ্টি আপনাকে একটু হলেও নিয়ে যেতে পারে ফেলে আসা দিন গুলোতে। এইতো কাছেই ঢাকার গাবতলী পার হয়ে আমিন বাজারের পরেই সারি সারি কাশ বন। নয়ন জুড়ানো কাশবন, যার স্পর্শ আপনাকে দিতে পারে রোমাঞ্চকর শিহরন ।

আপনার মনে পড়ে যেতে পারে শৈশবে ছই বিহীন নৌকায় করে নদীপথ পারি দিতেই নীল আকাশের নীচে নদীর দুই ধারে সারি সারি কাশবন আপনাকে কাছে ডাকছে কিংবা হঠাৎ ঝিরঝির বৃষ্টিতে মন খারাপ করে দেয়া নেতিয়ে পড়া কাশফুল । থাকবে বেশ কিছু দিন, সময় করে চলে আসুন। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে চাইলে। ছবিঃ ইন্টারনেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।