আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী

হরতালের দিনে আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচক দ্রুত ওঠানামা করছে। লেনদেনের সাড়ে তিন ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে বেলা পৌনে তিনটার দিকে সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে ৫৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এখন পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকা। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর সদস্য ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৩টি হাউজ বেলা ১১টার মধ্যে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের সাত মিনিটের দিকে সূচক ৭৮ পয়েন্ট বাড়ে। ২০ মিনিটের দিকে সূচক ৬৯ পয়েন্ট বাড়ে।

তবে প্রথম দেড় ঘণ্টা শেষে সূচক কমতে শুরু করলেও বেলা সাড়ে তিনটার পর সূচক বাড়তে থাকে। এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, এনবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিএমসি কামাল, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, মালেক স্পিনিং, গ্রামীণফোন, আফতাব অটো ও এসআইবিএল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা দুইটার দিকে সিএসসিএক্স সূচক ছয় পয়েন্ট কমে ১০২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।