আমাদের কথা খুঁজে নিন

   

কবি এবং একটি কিশোরীর মৃত্যু!!!!

জ্যোৎস্নাবিলাস!!! পড়তে পড়তে কল্পনা করছি এত অনেক হয়, আজ আগেই কল্পনা করে নেব। সব সময় তো আমরা লেখকের জগতকে নিজের মত সাজিয়ে নেই, আজ লেখকের সাজানো জগতে ঢুকে দেখব- --------------------------- কালো আকাশ,গাড় অন্ধকার। একটা বাধানো পুকুর পাড়, অনেক গুলো শেওলা জমা সিঁড়ি। সবচে নিচের সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে বসে আছে দুজন কিশোরী। দুজনি চাঁদ দেখছে কিন্তু পানিতে তাকিয়ে।

চাঁদের আলোর মত রহস্য চারিদিকে, কিন্তু তার থেকেও অনেক বেশি রহস্য ধারন করে আছে এই দুজন!!! ----------------------------- এই শুনছিস? জানিস তো সেই কবে ঠিক করেছিলাম কোন কবির প্রেমে পড়ব না! শুনেছি কবিরা খুব আনমনে, শুধু প্রেমে পড়ে যায় সবকিছুর!!দেখ, এই চাঁদ দেখেও ঠিক ঠিক প্রেমে পড়ে যেত! আর সেসবে যে আমার খুব হিংসে হয় !! তাই ঠিক করেছিলাম কোন কবির প্রেমে পড়ব না!! কিন্তু আজকাল কি ইচ্ছে হয় জানিস ??? খুব ইচ্ছে হয় কেউ আমায় নিয়ে লিখুক!! কেন এমন হয় বলত??? জানিস, খুব ইচ্ছে হয় আমার জন্য কারও অসংখ্যবার মৃত্যু হোক, খুব ইচ্ছে হয় আমার সাথেই হোক তাঁর শতজন্মের প্রেম!! আমিই হই তাঁর ক্ষণিকের মৃত্যু, আবার এই আমিই হই তাঁর সহস্র বছরের মৃত্যু!! আমি ছাড়া আর কোন স্পর্শ সে পাবেনা, কোন ঝরা পাতা হলেও না! যে আঘাতে তাঁর মৃত্যু সেই আঘাতের স্পর্শ শুধুই আমার হবে!! এক ফোঁটা জল হোক আর অমোঘ বৃষ্টি, সে শুধু হবে আমারই! না, তাঁকে কোন রোদ ছোবেনা, কোন ছায়া ছোবে না, সে হবে শুধু আমার! আমার আঁচলেই তাঁর সবটুকুন রোদ, আমার আঁচলেই সব ছায়া, আমার আমি তেই তাঁর পুরো আকাশ! আমার চোখেই তাঁর যত চাওয়া, আমার কাছেই সবকিছু পাওয়া, আমার আমিতে সে হবে শুরু, এই আমিতেই আবার শেষ!! এই, তুই শুনছিস?? কি????? তুই কবির প্রেমে পড়েছিস??? হাহাহা, তুই জানিস না আমি বড় হিংসুটে?? হুম, কি ভাবছিস??? সব তোর করে দেব?? তোর আচল, তোর চোখ , তোর স্পর্শ শুধু??? ঠিকাছে, নে তবে......... .................. --------------------------------------------------------- কি পেয়েছিস বললিনা??? কি?? মৃত্যু, আর যন্ত্রণা?? কেন তোকে বলেছিলাম না আমি বড় হিংসুটে?? এবার বিশ্বাস হল তো তোর?? তবু হাসছিস তুই?? কেন?? সব তোর হয়েছে তাই?? তোর এখন তবে মৃত্যু তেও সুখ!!! কেন???? ............... কেন জানতে চাস?? কেন শুনতে চাস??? তবে শোন- আমার অসংখ্যবার মৃত্যু হয়েছে! মৃত্যুর সাথে শতজন্মের প্রেম! কোন সময় খুব অল্প সময়ের জন্য মরি কখনওবা সহস্র বছরের জন্য। খুব সহজেই আমি মরতে পারি কোন ঝরা পাতা অথবা কিশোরীর চুল থেকে ছিটকে আসা জলের আঘাতে! তুই যা চেয়েছিস, আজ সে সব শুধু আমার। আমি মৃত তবুও সে সব শুধু আমার। কবি আমায় নিয়ে লিখেছে, কারন আমার মৃত্যু তে তাঁর অসংখ্য মৃত্যু লুকিয়ে আছে, আমার মৃত্যু তে তাঁর শত জন্মের প্রেম! আমিই সেই ঝরা পাতা অথবা সেই কিশোরী যার স্পর্শ আঘাত হয়ে কবি কে ছোঁয়!! তুই হেরে গেলি রে!! তুই বড্ড বোকা! বেঁচে থেকে কি পেলি?? শুধু একবার মরে দেখতি কবি শতজন্ম ধরে শুধু তোকেই ভালবাসত, কেন জানিস না?? কবিকে যে জীবনের চেয়ে মরণ বেশি টানে!!! ----------------------------------------------- কোন লেখকের লেখার কোন অংশ অসম্ভব এর থেকেও অসম্ভব ভাল লাগেনি কখনো! আর যখন লেগে গেল তখন সেটা নিজের করে নিতে ইচ্ছা হল! তাই চাইলাম, পেয়েও গেলাম!! কিন্তু একটা শর্ত দিয়েছিলাম। সেই অংশ জুড়ে আমার নিজের একটা লেখা থাকবে, আর সেটা যদি লেখকের ভাল লাগে তাহলেই শুধু ঐ অংশ টুকুন পুরপুরি আমার হয়ে যাবে!! তাই সেই অংশ কে আমার করার একটা ছোট্ট চেষ্ঠা করলাম! হয়তো ভাল হয়নি, হয়তো খুব পচা হয়েছে!! হোক না, কিন্তু বলে দিচ্ছি আগেই, আমি কোন পচা কথা শুনতে চাইনা এই পোস্টে।

জমিয়ে জমিয়ে অন্য পোস্টে দিতে চাইলে দিতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।