ভালবাসা ভাল নয় কথাটি অনেকক্ষেত্রে লোকমুখে শুনা যায়। তবুও মানুষ ভালবাসে। ভালবেসে জীবন দেয়। ভালবেসে কারও জীবনে নেমে আসে অন্ধকার। সেক্ষেত্রে ভালবাসা জীবনে আসে অবিশাপ হিসেবে।
আবার অনেকের ভালবাসা আসে জীবনের আশীর্বাদ হিসেবে।
যাইহোক এই ব্লগে আমি ধনীদের ও গরিবদের ভালবাসা সৃষ্টির পরবর্তী কিছু ব্যাপারে লিখব। ব্লগটি পড়ে ভাল লাগলে অবশ্যই মন্তব্য করার চেষ্টা করবেন।
বাংলাদেশের গ্রামীন সমাজে কোন একটি গরিব ঘরের ছেলে যদি কোন একটি মেয়েকে ভালবাসে এবং তা যদি কোনভাবে জানাজানি হয়ে যায় তাহলে তো কাজ সাড়ছে। সংসারে শুরু হয়ে যায় অশান্তি।
বাবা-মা ছেলেটিকে শুরু করে বকাবকি কোন কোনক্ষেত্রে মারধর। অল্প কিছুদিনের মধ্যে জেনে যায় পাড়াপ্রতিবেশী আত্মীয়-স্বজন সবাই। সবাই মিলে ছেলেটির উপরে একটি চাপ তৈরী করে মেয়েটিকে ভুলে যাওয়ার জন্য। তারা খুব একটা এই জুটি নিয়ে ভাবেন না । তাদের চোখে ভালবাসা অন্যায় ব্যাস।
ছেলেটির জীবনে নেমে আসে হতাশা। এক সময় চলে যায় নেশার জগতে। হারিয়ে ফেলে জীবনের স্বভাবিক পথচলা।
অন্যদিকে ধনী ঘরের একটি ছেলে যদি কারো প্রেমে পড়ে তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় উল্টা চিত্র। এক্ষেত্রে ব্যাপারটি পারিবারিকভাবেই নিষ্পত্তি করার চেষ্টা করা হয়।
বাবা-মা এমন কোন আচরন করেননা যাতে তার সন্তানের কোন প্রকারের ক্ষতি হোক। তারা মেয়েটির ব্যাপারে খোজখবর নেন। মেয়ের সাথে সরাসরি কথা বলা হয়। তারা ছেলে-মেয়েকে মেলামেশার সুয়োগ করে দেন। বাবা মায়েরা ভাবেন ছেলে-মেয়েরা বড় হয়েছে তাদের পছন্দ অপছন্দ থাকতেই পারে।
তাই তারা ছেলে মেয়েদের চলার পথের কাঁটা হতে চান না। তারা তাদের সিদ্ধান্ত ছেলে-মেয়েদের উপরই ছেড়ে দেন। এক্ষেত্রে একটি উপকার হয় এবং উপকারটি হল ছেলে-মেয়েরা বিপদগামী হওয়া থেকে বিরত থাকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।